X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিএনপির ২ গ্রুপের সভা, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জ প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২২, ১৩:০৭আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৩:০৭

সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির দুটি গ্রুপ একই সময় একই জায়গায় সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বুধবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।  

উপজেলা বিএনপি সূত্রে জানা যায়,  আজ বুধবার সকালে দিরাই শহরের বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলির সদস্য তাহির রায়হান চৌধুরী পাবেলের বাবা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুস শহীদ চৌধুরীর স্মরণ সভা ডাকা হয়। এদিকে, একই কমিউনিটি সেন্টারের সামনের সড়কে সভা আহ্বান করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরীর কর্মী-সমর্থকরা। এতে মঙ্গলবার সকাল থেকে উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা দেখা দেয়। উভয় পক্ষের কর্মী-সমর্থকরা মারামারিতে জড়িত হওয়ার উপক্রম হলে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন, ‘দিরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতির স্মরণে স্মরণ সভা আহ্বান করা হয় কিন্তু নাসির উদ্দিন চৌধুরীর সমর্থকদের বাধার কারণে তা করা যায়নি। এতে কেন্দ্রীয় বিএনপি নেতা নজরুল ইসলাম খানের উপস্থিত থাকার কথা ছিল।’

অপরদিকে নাসির উদ্দিন চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য উপজেলা বিএনপিকে না জানিয়ে কর্মসূচিতে যোগদান করার ঘোষণায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পাল্টা কর্মসূচি ঘোষণা করেন।’

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, ‘বিএনপির দুটি গ্রুপ একই জায়গায় সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার ভোর থেকে রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা বহাল থাকবে।’

ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়ন রয়েছে বলে জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া