X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

কাল কুড়িগ্রামের ২ উপজেলায় উপনির্বাচন

কুড়িগ্রাম প্রতিনিধি
০১ নভেম্বর ২০২২, ১০:৪৫আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১০:৪৫

কুড়িগ্রামের চিলমারী ও রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (২ নভেম্বর)। সোমবার মধ্যরাত থেকে প্রচারণা শেষ হয়েছে। আজ দিন গড়িয়ে রাত পোহালেই এই দুই উপজেলার ১১৪টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপনির্বাচনে চিলমারী উপজেলায় মোট পাঁচ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন পেয়েছেন মো. সোলায়মান আলী সরকার। অপর চার জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা এক লাখ ৩৪৩। মোট ৪৫টি কেন্দ্রে ২৯২টি কক্ষে ইভিএম মেশিনে ভোটগ্রহণ করা হবে।

অপরদিকে রৌমারী উপজেলায় সাত জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম। অপর ছয় প্রার্থী স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম শালু কাপ-পিরিচ প্রতীকে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (সদ্য অব্যাহতি পাওয়া) জাইদুল ইসলাম মিনু হেলিকপ্টার প্রতীকে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরেক স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসীও (দোয়াত-কলম) আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। এই উপজেলায় মোট ভোটারের সংখ্যা এক লাখ ৫৭ হাজার ১৫০। মোট ৬৯টি কেন্দ্রে ৪৭৮টি কক্ষে ইভিএম মেশিনে ভোটগ্রহণ করা হবে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব বলেন, ‘প্রচারণা শেষ হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এক প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা জানান, এ উপনির্বাচনে কোনও কেন্দ্রে সিসি ক্যামেরা থাকছে না। তবে নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক দল থাকছে।

/এমএএ/
সম্পর্কিত
ভারতের বিধানসভা নির্বাচনমহারাষ্ট্রে বিজেপি, ঝাড়খণ্ডে সরকার গড়বে জেএমএম
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে বাধা নেই
সর্বশেষ খবর
বাংলাদেশের সবচেয়ে বড় তরুণ শক্তি বিএনপিতে: রফিকুল আলম মজনু
বাংলাদেশের সবচেয়ে বড় তরুণ শক্তি বিএনপিতে: রফিকুল আলম মজনু
হজ করতে সৌদি পৌঁছেছেন ৪১,৬৭১ বাংলাদেশি, ৬ জনের মৃত্যু
হজ করতে সৌদি পৌঁছেছেন ৪১,৬৭১ বাংলাদেশি, ৬ জনের মৃত্যু
কাঁচা আমের বার্মিজ আচার বানিয়েছেন আগে?
কাঁচা আমের বার্মিজ আচার বানিয়েছেন আগে?
খাদ্য উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
খাদ্য উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর