X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হিলি স্থলবন্দরে পেঁয়াজের কেজি ২৫ টাকা

হিলি প্রতিনিধি
১০ নভেম্বর ২০২২, ১২:১২আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১২:১২

দিনাজপুরে হিলি স্থলবন্দর বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। থাকায় ভারতে ও দেশে নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম পাইকাড়িতে কেজিপ্রতি দাম কমেছে ১০ থেকে ১১ টাকা। বর্তমানে প্রতি কেজি পেয়াজের দাম কমে ২৫ থেকে ২৮ টাকা হয়েছে। পেঁয়াজের দাম ২০-২২ টাকায় নামবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার আব্দুল কাইয়ুম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী হয়ে গিয়েছিল। বর্তমানে পেঁয়াজের দাম কমায় সেই অবস্থার পরিবর্তন হয়েছে।’

অপর পাইকার নজরুল ইসলাম বলেন, ‘যে পেঁয়াজ গত সপ্তাহে ৩৫ থেকে ৩৯ টাকা দরে বিক্রি হয়েছিল সেই পেঁয়াজের দাম বর্তমানে ২৫ থেকে ২৮ টাকায় নেমেছে।’

স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, ‘ভারতের ব্যাঙ্গালোর অঞ্চলে বন্যার কারণে ক্ষেত নষ্ট হয়ে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী হয়েছিল। সম্প্রতি ভারতে নতুন করে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ উঠতে শুরু করেছে। নতুন পেঁয়াজ আসার কারণে পুরনো পেঁয়াজ কিছুটা কম দামে ছেড়ে দিচ্ছেন কৃষকরা। এতে পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। অপরদিকে, দেশে ডলার সংকটের কারণে ব্যাংকগুলো গত সপ্তাহে পেঁয়াজের এলসি না দিলেও বর্তমানে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে এলসি দিতে শুরু করায় বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়েছে। এ ছাড়া ইতোমধ্যেই দেশি নতুন পাতাপেঁয়াজ উঠতে শুরু করেছে। এ কারণে দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। মণপ্রতি দেশি পেঁয়াজের দাম ২শ থেকে ৩শ টাকা করে কমেছে। এতে দেশের বাজারে আমদানি করা পেঁয়াজের চাহিদা কমায় দাম কমতে শুরু করেছে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে, তবে আমদানির পরিমাণ ওঠানামা করছে। কখনও আমদানি বেশি হচ্ছে, আবার কখনও কমে যাচ্ছে। তবে গত তিন দিন ধরে বন্দর দিয়ে ১০ থেকে ১৫ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। বুধবার বন্দর দিয়ে ১২টি ট্রাকে ৩৩২ টন পেঁয়াজ আমদানি হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
৫০ হাজার টন পেঁয়াজ আসবে ভারত থেকে
হিলিতে প্রথমবার কিনোয়া ও চিয়া সিড চাষ, নতুন সম্ভাবনা
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়