X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নতুন শিক্ষাক্রম নিয়ে মিথ্যাচার করবেন না: শিক্ষামন্ত্রী

যশোর প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৮

নতুন শিক্ষাক্রম নিয়ে মিথ্যাচার না করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘নতুন শিক্ষাক্রমে ভুল থাকতে পারে, সেগুলো চিহ্নিত করতে কমিটি করে দেওয়া হয়েছে। তবে এ নিয়ে মিথ্যাচার করবেন না এবং গুজব ছড়াবেন না। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সবারই উচিত অভিযোগের সত্যতা যাচাই করা। এখন এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের অনেক ব্যবস্থা রয়েছে।’

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) যশোরে ছয় দিনব্যাপী শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সকাল ১১টায় যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন,  ‘নতুন শিক্ষাক্রম তৈরি দুরূহ ও সময়সাপেক্ষ কাজ ছিল। তবু সবার সম্মিলিত প্রচেষ্টায় কাজটি শেষ করেছি। এই কাজে ভুল থাকলে তা শনাক্ত মাত্রই সংশোধন করা হবে। কিন্তু কথিত ভুলের কথা বলে মিথ্যাচার ও অপপ্রচার করে কেউ কেউ দেশকে পিছিয়ে দিতে চান।’

নতুন শিক্ষাক্রম নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘স্মার্ট নাগরিক গড়ার জন্যই আমাদের নতুন শিক্ষাক্রম। স্মার্ট নাগরিক তিনিই হবেন যার মধ্যে থাকবে দেশপ্রেম ও গণতন্ত্রের চেতনা। একজন স্মার্ট নাগরিক জ্ঞান অর্জন করে সেই জ্ঞানকে প্রয়োগ করতে পারবেন এবং তার মাধ্যমে দেশ ও সমাজ এগিয়ে যাবে।’

বিশেষ অতিথির বক্তব্য দিচ্ছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘শুধু পুঁথিগত বা প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে শিক্ষার্থীদের কর্মোপযোগী করা যাবে না, স্মার্ট নাগরিক করা যাবে না। প্রধানমন্ত্রী আমাদের স্মার্ট বাংলাদেশের লক্ষ্য দিয়েছেন। সেই বাংলাদেশ গড়তে ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। কেননা, খেলাধুলার মাধ্যমেই আমরা প্রতিযোগিতা শিখি, বিজয়ী হতে শিখি, এমনকি পরাজিত হতেও শিখি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও একজন ক্রীড়াবিদ ছিলেন। জননেত্রী শেখ হাসিনা একজন ক্রীড়ামোদি। তিনি শিক্ষা ও ক্রীড়াবান্ধব। তিনি দেশের মানবসম্পদ উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে বিবেচিত। শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়নসহ সামাজিক নানা উন্নয়ন সূচকে আমরা প্রতিবেশী দেশগুলোর চেয়ে এগিয়ে। ২০৪১ সালের মধ্যেই উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগ দিতে হবে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষা সচিব সোলেমান খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ওমর ফারুক, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হাবিবুর রহমান, যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় জোয়ারদার বক্তৃতা করেন।  

উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহসান হাবীব।  

প্রতিযোগিতায় ৮টি ইভেন্টে ৮২৪ জন অংশ নেন। এরমধ্যে ছাত্র ৪৪০ জন ও ছাত্রী ৩৮৪ জন। ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলকে নিয়ে গঠিত পদ্ম। রাজশাহী ও দিনাজপুর অঞ্চলকে নিয়ে গঠিত চাঁপা। সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা এই অঞ্চলের নামকরণ করা হয়েছে বকুল। বরিশাল ও খুলনা অঞ্চল নিয়ে গঠিত গোলাপ। এই চারটি অঞ্চলের শ্রেষ্ঠ প্রতিযোগীদের নিয়ে হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা।

জাতীয় পর্যায়ে প্রথম হওয়া শিক্ষা প্রতিষ্ঠানকে এক লাখ, দ্বিতীয় হওয়া প্রতিষ্ঠানকে ৭০ হাজার ও তৃতীয় স্থানের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা দেওয়া হবে।

/আরআর/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
যশোরে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন কাজী নাবিল এমপি
বাংলাদেশের উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে আগ্রহী এডিবি
কারিগরি শিক্ষা বোর্ডের জাল সার্টিফিকেটের ‘কারিগর’ গ্রেফতার
সর্বশেষ খবর
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত