X
সোমবার, ২৭ মার্চ ২০২৩
১৩ চৈত্র ১৪২৯

সমিতি খুলে ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ৪

নাটোর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০০

বিভিন্ন নামে প্রতিষ্ঠান চালু করে ২৫০ জনের কাছ থেকে ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চার জন হলো– নলডাঙ্গা উপজেলার হালতি এলাকার জেহের আলীর ছেলে জহুরুল ইসলাম (২৮) (সম্পাদক), বাসুদেবপুর (সাজিপাড়া) এলাকার জাফর আলীর ছেলে মওদুদ রহমান ওরফে মধু (৫২) (অ্যাডমিন অফিসার), পূর্ব মাধনগর এলাকার হারুনুর রশিদের ছেলে বাবুল হক ওরফে বাবু (৫৮) (অ্যাডমিন অফিসার) এবং একই এলাকার দেবতী প্রামাণিকের ছেলে প্রকাশ চন্দ্র প্রামাণিক (৪৮)।

নাটোর র‌্যাব অফিসের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, ভুক্তভোগীদের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যে জানা যায়, গ্রেফতার জহুরুল ইসলাম পশ্চিম মাধনগর গ্রামের সাবেক ইউপি সদস্য হাজেরা বেগমের বাড়ি ভাড়া নিয়ে জে অ্যান্ড জে টেক্সটাইল, নদী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এবং সেনা কল্যাণ সংস্থা নামে প্রতিষ্ঠান চালু করে। ওই প্রতিষ্ঠানে আশেপাশের গ্রামের প্রায় ২৫০ লোকের কাছ থেকে সাপ্তাহিক কিস্তির মাধ্যমে বিভিন্ন অংকের টাকা জামানত নেয়। এর বিপরীতে মোটা অংকের টাকার ঋণ দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে সমবায় সমিতির পাস বইয়ের মাধ্যমে কর্মচারীরা টাকা সংগ্রহ করে। পরে গ্রাহকরা জমা করা টাকার মাধ্যমে আশ্বাস দেওয়া ঋণ চাইলে তারা দিতে অস্বীকার করে। এ সময় গ্রাহকরা জমা করা টাকা ফেরত চাইলে তারা টালবাহানা করে এবং অফিস বন্ধ করে পালিয়ে যায়। পরে গ্রাহকদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়।

অভিযোগের পাওয়ার পর নাটোর র‌্যাব সদস্যরা বুধবার রাতে অভিযান চালিয়ে ওই চার জনকে গ্রেফতার করেন। ওই সময় কিস্তি আদায়ের চারটি পাস বই জব্দ করা হয়।

এক প্রশ্নের জবাবে র‌্যাব কর্মকর্তা ফরহাদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওই ২৫০ জন গ্রাহকের কাছ থেকে ১০ হাজার টাকা করে ২৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
উৎসবকেন্দ্রিক নিরাপত্তা জোরদারজঙ্গিবাদ নিয়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
শতাধিক মোটরসাইকেল চুরি করেছে তারা
মিষ্টির দোকানে অভিযান, ২ লাখ টাকা জরিমানা
সর্বশেষ খবর
দেবে গেছে সেতু, মাঝে গর্ত
দেবে গেছে সেতু, মাঝে গর্ত
প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত, ইসরায়েলজুড়ে সহিংস আন্দোলন
বিচারব্যবস্থা সংস্কারে অসন্তোষপ্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত, ইসরায়েলজুড়ে সহিংস আন্দোলন
রমজান কেন সর্বোত্তম মাস?
রমজান কেন সর্বোত্তম মাস?
এখনও আর্জেন্টিনায় খেলার স্বপ্ন দেখেন জামাল!
এখনও আর্জেন্টিনায় খেলার স্বপ্ন দেখেন জামাল!
সর্বাধিক পঠিত
রাজধানীতে আবারও সক্রিয় ‘খড় পার্টি’, টার্গেট নারীরা
রাজধানীতে আবারও সক্রিয় ‘খড় পার্টি’, টার্গেট নারীরা
স্যার না ডেকে ভাই বলায় শিক্ষকের ওপর খেপলেন সরকারি কর্মকর্তা
স্যার না ডেকে ভাই বলায় শিক্ষকের ওপর খেপলেন সরকারি কর্মকর্তা
সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
১০ টাকার ব্রয়লার মুরগির বাচ্চা এখন ৯০ টাকা
১০ টাকার ব্রয়লার মুরগির বাচ্চা এখন ৯০ টাকা