X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ঘর হারিয়ে খোলা আকাশের নিচে ১২ হাজার রোহিঙ্গা

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
০৬ মার্চ ২০২৩, ১২:৫২আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৪:১১

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ২ হাজার ঘর পুড়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন ১২ হাজার রোহিঙ্গা। বর্তমানে তাদের অনেকেই খোলা আকাশের নিচে বাস করছেন। 

সোমবার (৬ মার্চ) সকালে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে দেখা গেছে, গৃহহীন পরিবারগুলো খোলা আকাশের নিচে অবস্থান করছেন। আগুনে পুড়ে যাওয়া ঘরের পাশে কেউ বসে আছেন। কেউ কেউ ঘর থেকে পুড়ে যাওয়া মালামাল সরিয়ে নিচ্ছেন।

আগুনে পুড়েছে মনোয়ারা বেগমের সবকিছু। তিনি বলেন, ‘আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। আমার চোখের সামনে সব কিছু পুড়ে যাচ্ছিল। কিন্তু করার কিছু ছিল না। সন্তানদের কিছু কাপড় ঘর থেকে বের করতে পেরেছি। সেটি জোর করে নিয়ে গেছে এক যুবক। আমরা সকাল থেকে কিছু খাইনি। এখানে খাবার ও পানির অভাব রয়েছে।’

উখিয়া বালুখালী ক্যাম্পের নেতা সুলতান আহমদ বলেন, ‘রবিবার দুপুরে হঠাৎ ক্যাম্পে আগুন লাগে। চিৎকার শুনে লোকজন এদিক-ওদিক ছুটাছুটি শুরু করে। বাঁচতে কোনমতে ঘর থেকে বেরিয়ে পড়ি। আমদের ঘরের সব কিছু আগুনে পুড়েছে।’

পুড়ে যাওয়া ক্যাম্প পরিদর্শন শেষে উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) সরওয়ার কামাল বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে আগুনে২ হাজারের বেশি ঘর পুড়েছে। যে কয়েকজন নিখোঁজ ছিল তাদের খোঁজে পাওয়া গেছে। গৃহহারাদের প্রাথমিকভাবে পানি ও খাবার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি আমরা বাঁশ, ত্রিপল দিচ্ছি যাতে দ্রুত নতুন ঘরে ঠাঁই হয় তাদের।’

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘ক্যাম্পের অগ্নিকাণ্ডে দুই হাজার শেল্টার সম্পূর্ণ পুড়ে যায়। এতে ১২ হাজার রোহিঙ্গা ঘর হারিয়েছে। আজ সকাল থেকে তাদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম আশ্রয়হীন রোহিঙ্গাদের অস্থায়ী ঘর তৈরি করবে। জাতিসংঘের খাদ্য সংস্থা ডব্লিউএফপি রোহিঙ্গাদের জরুরি খাদ্য সহায়তা দিচ্ছে।’

 

ঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচে রোহিঙ্গারা

তিনি জানান, অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতি জানার চেষ্টা করা হচ্ছে। পরে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের স্হায়ী আশ্রয়স্থান করে দেওয়া হবে। অগ্নিকাণ্ডে নিখোঁজ কিংবা হতাহতের ঘটনা নেই। 

আইওএম-এর কমিউনিকেশন অফিসার তারেক মাহমুদ জানান, সোমবার সকাল থেকে আশ্রয়হীন রোহিঙ্গাদের জন্য পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে। এ ছাড়া পাঁচটি মেডিক্যাল টিম রোহিঙ্গাদের চিকিৎসা সেবা দিচ্ছে। 

তিনি জানান, অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতি জানতে কাজ চলছে।

পুড়ে যাওয়া ঘরে জিনিসপত্র খুঁজছেন এক রোহিঙ্গা

উখিয়া বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রবিবার (৫ মার্চ) বিকালে অগ্নিকাণ্ড হয়। প্রাথমিকভাবে ক্যাম্পের একটি ঘরের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে আগুন দ্রুত পার্শ্ববর্তী ৯ এবং ১০ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে। তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

/আরআর/
সম্পর্কিত
রাখাইনে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের মানবাধিকার কমিশনারের
পুড়ে যাওয়া বঙ্গবাজার পাচ্ছে নতুন বিপণি বিতান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
মিয়ানমার সীমান্ত দিয়ে দেশে ঢুকছে ভারী অস্ত্র
সর্বশেষ খবর
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ