X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

নিখোঁজের একদিন পর লাশ পাওয়া গেলো কিশোরের

গাইবান্ধা প্রতিনিধি
১৮ মার্চ ২০২৩, ২১:৫২আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২১:৫২

গাইবান্ধা সদর উপজেলায় নিখোঁজের একদিন পর ক্ষেত থেকে জিসান মিয়া (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সহপাঠীর ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় জিসান।

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যার দিকে সদরের কুপতলা ইউনিয়নের দুগাপুর গ্রামের ঘাঘট নদীর পাশের একটি ঘাসের ক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

১৫ বছরের কিশোর জিসান সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর (পশ্চিমপাড়া) গ্রামের ব্যবসায়ী জাহিদুল ইসলামের ছেলে। সে বিষপুর গ্রামের অ্যাডভান্স স্কুলের নবম শ্রেণির ছাত্র।

স্বজনরা জানান, শুক্রবার সারাদিন বাড়ির পাশে মামার বিয়ের অনুষ্ঠানে ছিল জিসান। বিকালে সহপাঠী রেজওয়ান মোবাইল ফোন করে ডাকলে সে বাড়ি থেকে বের হয়। এরপর রেজওয়ান, নাহিদ ও সাগরসহ কয়েকজন বন্ধুর সঙ্গে জিসানকে স্থানীয় বাজারসহ স্কুলমাঠে ঘুরতে দেখেন স্থানীয়রা। পরে রাতে সে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। শনিবার সকালে জিসানের নিখোঁজের ঘটনা পুলিশকে জানানো হয়। বিকালে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তাকে শনাক্ত করা হয়। জিসানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের।

জিসানের নানা কালাম মিয়া বলেন, ‘ফোন করে জিসানকে বন্ধু রেজওয়ানের ডেকে নিয়ে যাওয়া এবং তাদের ঘোরাফেরার বিষয়টি সন্দেহজনক। জিসানের সঙ্গে কারও কোনও বিরোধ ছিল না। তার বন্ধু রেজওয়ান, নাহিদ ও সাগর একই গ্রামের। তাদের সঙ্গে কোনও বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে।’ তিনি জড়িতদের গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করার দাবি করেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার (ওসি) মো. মাসুদার রহমান বলেন, ‘স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘাসের জমি থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত জিসানের শরীরে আঘাত ছিল না। তবে মুখ ও নাকে রক্ত ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এফডিসি-পলাশী সংযোগ সড়ক বাতিলের দাবিতে ১৫৭ বিশিষ্টজনের বিবৃতি
এফডিসি-পলাশী সংযোগ সড়ক বাতিলের দাবিতে ১৫৭ বিশিষ্টজনের বিবৃতি
রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৬৪৭ জন
বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৬৪৭ জন
বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার আগে নতুন কোচ পেলো পাকিস্তান 
বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার আগে নতুন কোচ পেলো পাকিস্তান 
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়