X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

নিখোঁজের একদিন পর লাশ পাওয়া গেলো কিশোরের

গাইবান্ধা প্রতিনিধি
১৮ মার্চ ২০২৩, ২১:৫২আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২১:৫২

গাইবান্ধা সদর উপজেলায় নিখোঁজের একদিন পর ক্ষেত থেকে জিসান মিয়া (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সহপাঠীর ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় জিসান।

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যার দিকে সদরের কুপতলা ইউনিয়নের দুগাপুর গ্রামের ঘাঘট নদীর পাশের একটি ঘাসের ক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

১৫ বছরের কিশোর জিসান সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর (পশ্চিমপাড়া) গ্রামের ব্যবসায়ী জাহিদুল ইসলামের ছেলে। সে বিষপুর গ্রামের অ্যাডভান্স স্কুলের নবম শ্রেণির ছাত্র।

স্বজনরা জানান, শুক্রবার সারাদিন বাড়ির পাশে মামার বিয়ের অনুষ্ঠানে ছিল জিসান। বিকালে সহপাঠী রেজওয়ান মোবাইল ফোন করে ডাকলে সে বাড়ি থেকে বের হয়। এরপর রেজওয়ান, নাহিদ ও সাগরসহ কয়েকজন বন্ধুর সঙ্গে জিসানকে স্থানীয় বাজারসহ স্কুলমাঠে ঘুরতে দেখেন স্থানীয়রা। পরে রাতে সে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। শনিবার সকালে জিসানের নিখোঁজের ঘটনা পুলিশকে জানানো হয়। বিকালে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তাকে শনাক্ত করা হয়। জিসানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের।

জিসানের নানা কালাম মিয়া বলেন, ‘ফোন করে জিসানকে বন্ধু রেজওয়ানের ডেকে নিয়ে যাওয়া এবং তাদের ঘোরাফেরার বিষয়টি সন্দেহজনক। জিসানের সঙ্গে কারও কোনও বিরোধ ছিল না। তার বন্ধু রেজওয়ান, নাহিদ ও সাগর একই গ্রামের। তাদের সঙ্গে কোনও বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে।’ তিনি জড়িতদের গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করার দাবি করেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার (ওসি) মো. মাসুদার রহমান বলেন, ‘স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘাসের জমি থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত জিসানের শরীরে আঘাত ছিল না। তবে মুখ ও নাকে রক্ত ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবার অস্ত্র মামলায় রিমান্ডে
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবার অস্ত্র মামলায় রিমান্ডে
প্রথম সেট হেরেও কোয়ার্টার ফাইনালে আলকারেজ
প্রথম সেট হেরেও কোয়ার্টার ফাইনালে আলকারেজ
চিকিৎসা ব‍্যয়ভার বিতর্ক: যা বললেন ফরিদা পারভীনের ছেলে
চিকিৎসা ব‍্যয়ভার বিতর্ক: যা বললেন ফরিদা পারভীনের ছেলে
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন