X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ছুটিতে বাড়ি এসে কর্মস্থলে ফেরা হলো না ব্যাংক কর্মকর্তা রাজার

হেদায়েৎ হোসেন, খুলনা
১৯ মার্চ ২০২৩, ২০:৩০আপডেট : ১৯ মার্চ ২০২৩, ২০:৪৩

শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন আব্দুল্লাহ আল মামুন রাজা (৪৫)। তার বাবা শেখ মোহাম্মদ আলী জানান, পূবালী ব্যাংকের ঢাকার মোগলটুলি শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন রাজা। সাপ্তাহিক ছুটিতে বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে তিনি খুলনায় আসেন। গত তিন মাস তিনি এভাবেই আসতেন। সন্তানকে দেখতে। বদলি হওয়ার চেষ্টা করছিলেন। রবিবার সকালে ঢাকা ফিরছিলেন তিনি।

আব্দুল্লাহ আল মামুন রাজা রাজার বাবা শেখ মোহাম্মদ আলী বলেন, ‘সকাল ৫টায় রাজা বাসা থেকে বের হয়। ৬টায় তার গাড়ি ছাড়ে। এরপর ১০টার দিকে ঢাকার ব্যাংক থেকে ফোন করে জানায়, রাজার খোঁজ নিতে৷ সে ব্যাংকে পৌঁছেনি। তখন রাজার নম্বরে কল দিলে একজন ধরে জানায় তার বাস দুর্ঘটনায় পড়েছে। এরপর খোঁজ নিয়ে তার মৃত্যুর খবর পাই। তাকে আনতে গেছে বড় ছেলে আব্দুল্লাহ আল মাসুদ রানা। লাশ রাতে পৌঁছানোর পর এশার নামাজ শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হবে।’

তিনি বলেন, ‘রাজার একটি ছেলে আছে। নাম আব্দুল্লাহ আল মুবিন রাফি। রাজা ২২ বছর ঢাকাতেই ছিল। খুলনায় বদলি হওয়ার চেষ্টায় ছিল। তাই সে এ বছর তার ছেলেকে খুলনা এনে পল রেভারেন্ট স্কুলে ভর্তি করে।’

শেখ মোহাম্মদ আলী কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন বলে জানান।

রাজার মা নুরুন্নাহার কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকেন, ‘রাজা আর বৃহস্পতিবার রাতে এসে বলবে না, “মা ভাত দেন।”

তিনি আহাজারি করতে করতে বলেন, ‘রাজা নতুন বাড়ি করে সেখানে নিয়ে যাবে বলছিল! কিন্তু এটা কী হলো ‘

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার
খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই তরুণের পরিচয় মিলেছে
সর্বশেষ খবর
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক