X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ছুটিতে বাড়ি এসে কর্মস্থলে ফেরা হলো না ব্যাংক কর্মকর্তা রাজার

হেদায়েৎ হোসেন, খুলনা
১৯ মার্চ ২০২৩, ২০:৩০আপডেট : ১৯ মার্চ ২০২৩, ২০:৪৩

শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন আব্দুল্লাহ আল মামুন রাজা (৪৫)। তার বাবা শেখ মোহাম্মদ আলী জানান, পূবালী ব্যাংকের ঢাকার মোগলটুলি শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন রাজা। সাপ্তাহিক ছুটিতে বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে তিনি খুলনায় আসেন। গত তিন মাস তিনি এভাবেই আসতেন। সন্তানকে দেখতে। বদলি হওয়ার চেষ্টা করছিলেন। রবিবার সকালে ঢাকা ফিরছিলেন তিনি।

আব্দুল্লাহ আল মামুন রাজা রাজার বাবা শেখ মোহাম্মদ আলী বলেন, ‘সকাল ৫টায় রাজা বাসা থেকে বের হয়। ৬টায় তার গাড়ি ছাড়ে। এরপর ১০টার দিকে ঢাকার ব্যাংক থেকে ফোন করে জানায়, রাজার খোঁজ নিতে৷ সে ব্যাংকে পৌঁছেনি। তখন রাজার নম্বরে কল দিলে একজন ধরে জানায় তার বাস দুর্ঘটনায় পড়েছে। এরপর খোঁজ নিয়ে তার মৃত্যুর খবর পাই। তাকে আনতে গেছে বড় ছেলে আব্দুল্লাহ আল মাসুদ রানা। লাশ রাতে পৌঁছানোর পর এশার নামাজ শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হবে।’

তিনি বলেন, ‘রাজার একটি ছেলে আছে। নাম আব্দুল্লাহ আল মুবিন রাফি। রাজা ২২ বছর ঢাকাতেই ছিল। খুলনায় বদলি হওয়ার চেষ্টায় ছিল। তাই সে এ বছর তার ছেলেকে খুলনা এনে পল রেভারেন্ট স্কুলে ভর্তি করে।’

শেখ মোহাম্মদ আলী কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন বলে জানান।

রাজার মা নুরুন্নাহার কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকেন, ‘রাজা আর বৃহস্পতিবার রাতে এসে বলবে না, “মা ভাত দেন।”

তিনি আহাজারি করতে করতে বলেন, ‘রাজা নতুন বাড়ি করে সেখানে নিয়ে যাবে বলছিল! কিন্তু এটা কী হলো ‘

/এমএএ/
সম্পর্কিত
এক মোটরসাইকেলে ৪ জন, বাসের ধাক্কায় প্রাণ গেলো মা-মেয়েসহ তিন জনের
দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
সিমেন্টবোঝাই ট্রাক উল্টে সড়কে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ
সর্বশেষ খবর
রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর সাজা
রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর সাজা
আবেদআলী মামার সংসার
আবেদআলী মামার সংসার
পানি সমস্যা সমাধান না হলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারিপানি সমস্যা সমাধান না হলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে
সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ৪ দিনের রিমান্ডে
সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ৪ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি