X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে প্রথমবারের মতো মধু উৎসব

দিনাজপুর প্রতিনিধি
২৮ মার্চ ২০২৩, ১৪:১৯আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৪:৩৭

বছরে ১২০০ কোটি টাকা আয়ের লক্ষ্য নিয়ে দিনাজপুরে প্রথমবারের মতো মধু উৎসবের আয়োজন করা হয়। সোমবার (২৭ মার্চ) দুপুরে সদর উপজেলার মাসিমপুর গ্রামে আয়োজিত এই মধু উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

এ সময় এমপি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেকারত্ব দূরীকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মধু উৎপাদন ও মধুর চাষ বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করবে। জাতীয় অর্থনীতিতে আমরা তাদের উপার্জন কাজে লাগাতে পারবো। প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে মধু উৎপাদন।’ 

তিনি আরও বলেন, ‘চলতি বছর দিনাজপুরে ৪৫ মেট্রিক টন মধু উৎপাদন হয়েছে। ভবিষ্যতে ৫০০ মেট্রিক টন মধু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। জেলায় মধু শিল্পে দুই লাখ যুবকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। যদি এক লাখ যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয় তাহলে এভাবে সারা দেশে ৬৪ লাখ যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’ 

অনুষ্ঠানে জানানো হয়, জেলায় বছরে প্রায় ১২০০ কোটি টাকার মধু আহরণ সম্ভব। কিন্তু বর্তমানে আহরিত হচ্ছে মাত্র ২০০ কোটি টাকার মধু। প্রায় ১০০০ কোটি টাকার মধু নষ্ট হচ্ছে। যদি বেকার যুবকদের মৌ পালনে প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে জেলা থেকে আহরিত মধু বিদেশে রপ্তানি করা যাবে। পাশাপাশি প্রায় এক লাখ বেকার যুবকের কর্মসংস্থান হবে।

দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মোহাম্মদ রওনাকুল ইসলাম সভাপতিত্ব করেন। আলোর পথে জাগো যুব সংগঠনের সভাপতি মোসাদ্দেক হেসেনের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল ইসলাম।

পরে সদর উপজেলার প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় ৮০ জন মধু উৎসব ও মৌ পালন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। আলোর পথে জাগো যুব সংগঠনের আয়োজনে সনদ বিতরণ করা হয়।

/এসএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!