X
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
২১ অগ্রহায়ণ ১৪৩০

মিতু হত্যা মামলার বিচার শুরু 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৯ এপ্রিল ২০২৩, ১৬:৪৮আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৬:৪৯

চট্টগ্রামের মাহমুদা খানম মিতু হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ সাত আসামির বিচার শুরু হয়েছে।

রবিবার (৯ এপ্রিল) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন।

বাবুল আক্তারের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী গোলাম মাওলা মুরাদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন চট্টগ্রাম মহানগর পিপি মো. আবদুর রশিদ।

সাক্ষ্যগ্রহণের সময় আদালতে বাবুল আক্তার, আনোয়ার হোসেন, শাহজাহান মিয়া এবং মোতালেব মিয়া প্রকাশ ওয়াসিমকে আদালতে হাজির করা হয়। এ মামলার আসামিদের মধ্যে জামিনে থাকা এহতেশামুল হক ভোলাও আদালতে উপস্থিত ছিলেন। তবে কালু পলাতক ও মুছা নিখোঁজ রয়েছেন।

মিতুর বাবা আদালতে দাবি করেছেন, বাবুল আক্তারের পরকীয়ার কারণেই স্ত্রী মিতুকে খুন করা হয়েছে। বাবুল আক্তার তার বিশ্বস্ত সোর্সদের দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। তিনি মেয়ে হত্যার বিচার দাবি করে বাবুল আক্তারসহ জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি জানান। 

বাবুল আক্তারের আইনজীবী গোলাম মাওলা মুরাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালতে মিতু হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। প্রথম দিন মিতুর বাবা মোশাররফ হোসেন সাক্ষ্য দেন।’

এর আগে ১৩ মার্চ এ আদালতই বাবুল আক্তারসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর সিদ্ধান্ত দেয়।

২০১৬ সালের ৫ জুন ছেলে আক্তার মাহমুদ মাহিরকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের কাছে খুন হন মাহমুদা খানম মিতু। এই ঘটনায় তার স্বামী বাবুল আক্তার বাদী হয়ে তিন জনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন। মামলাটি প্রথমে তদন্ত করে পাঁচলাইশ থানা পুলিশ। এরপর তদন্তের দায়িত্ব পায় নগর গোয়েন্দা পুলিশ। পরে আদালতের নির্দেশে ২০২০ সালের জানুয়ারিতে মিতু হত্যা মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই। এরপর পাল্টে যায় মিতু হত্যা মামলার গতিপথ। পিবিআইয়ের তদন্তে উঠে আসে বাবুল আক্তারই মিতু হত্যার মূল আসামি।

/এসএন/
সম্পর্কিত
সার আত্মসাতের মামলায় সাবেক এমপি পোটনসহ ৫ জনের জামিন
বিএনপির ১২ নেতাকর্মীর কারাদণ্ড
সাজা পাওয়া সেই বিচারকের আপিলের রায় ১২ ডিসেম্বর
সর্বশেষ খবর
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার আহ্বান নারী মৈত্রীর
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার আহ্বান নারী মৈত্রীর
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সময় পরিবর্তন
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সময় পরিবর্তন
মুশফিকের বল ধরা নিয়ে মিরাজ বললেন, ‘ফ্লোতে হয়ে গেছে’
মুশফিকের বল ধরা নিয়ে মিরাজ বললেন, ‘ফ্লোতে হয়ে গেছে’
একতরফা নির্বাচন হলে আবারও বাকশাল ফিরে আসবে: এবি পার্টি
একতরফা নির্বাচন হলে আবারও বাকশাল ফিরে আসবে: এবি পার্টি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনের ব্যাংকঋণ সম্পদের চেয়ে আড়াই গুণ
ব্যারিস্টার সুমনের ব্যাংকঋণ সম্পদের চেয়ে আড়াই গুণ
পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে পাশে চায় রাশিয়া
পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে পাশে চায় রাশিয়া
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের
আরাফাতের ৩ কোটি ৪৪ লাখ টাকা ছয় মাস পর শূন্য
আরাফাতের ৩ কোটি ৪৪ লাখ টাকা ছয় মাস পর শূন্য