X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মেঘনায় ৯ ঘণ্টা ভেসে থাকা সেই জোহরা মারা গেছেন

শরীয়তপুর প্রতিনিধি
০৮ মে ২০২৩, ১৭:০০আপডেট : ০৮ মে ২০২৩, ১৭:২৪

চলন্ত লঞ্চ থেকে পড়ে যাওয়ার পর নয় ঘণ্টা মেঘনা নদীতে ভেসে থাকা জোহরা বেগম (৩৮) মারা গেছেন। সোমবার (৮ মে) সকালে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লঞ্চ থেকে পড়ে যাওয়ার সময় তার বাঁ পা ভেঙে যাওয়ায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত বৃহস্পতিবার রাতে চিকিৎসকরা তার পায়ে অস্ত্রোপচার করেন।

জোহরা বেগম গোসাইরহাট থেকে ঢাকা যাওয়ার পথে গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঠান্ডার বাজার এলাকায় মেঘনা নদীতে পড়ে যান। নয় ঘণ্টা নদীতে ভেসে থাকার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে একটি নৌকার জেলেরা তাকে নদীর তীরবর্তী এলাকা থেকে উদ্ধার করেন।

পঙ্গু হাসপাতালে জোহরার সঙ্গে থাকা মা নার্গিস বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ফোনে বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেছি জোহরাকে বাঁচানোর জন্য, কিন্তু পারলাম না। ওর দুই ছেলে ও এক মেয়ে মা-হারা হয়ে গেলো! আমি ওদের কী বলে সান্ত্বনা দেবো? সকালে ওষুধ খাওয়ানোর কিছুক্ষণ পরেই মাইয়াটা আমার মারা যায়!’

জোহরার স্বজনরা জানান, জোহরা শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের পশ্চিম বিষকাটালি গ্রামের বাসিন্দা জহিরুল ইসলামের স্ত্রী। তারা নারায়ণগঞ্জে থাকেন। ঈদে গ্রামে বেড়াতে এসেছিলেন। বুধবার রাতে ঈগল-৩ লঞ্চযোগে গ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে তারা মাইঝাড়া ঘাট থেকে লঞ্চে ওঠেন।

রাত সাড়ে ১০টার দিকে লঞ্চটি ঠান্ডার বাজার এলাকায় পৌঁছলে অসাবধানতাবশত তিনি দ্বিতীয়তলা থেকে মেঘনা নদীতে পড়ে যান। সেখানে লঞ্চ থামিয়ে সার্চলাইট দিয়ে তাকে খোঁজাখুঁজি করা হয়। না পেয়ে তার স্বামী ও ছেলেকে একটি জেলেনৌকায় নামিয়ে দেওয়া হয়। রাতভর তারা জোহরাকে নদীর বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে নিখোঁজ হওয়ার তথ্য জানান। এরপর রাতে পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার অভিযান চালান।

এদিকে, নদীতে পড়ে যাওয়ার পর জীবন বাঁচাতে ভেসে ছিলেন জোহরা। জেলেরা তাকে উদ্ধার করেন।

জোহরার স্বজনরা জানান, মেঘনা নদী থেকে উদ্ধার করার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার পা ভেঙে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নেওয়া হয়। বৃহস্পতিবার বিকালে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তার বাঁ পায়ে অস্ত্রোপচার করা হয়।

কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন স্বপন বলেন, ‘জহুরার আত্মীয়দের সঙ্গে কথা বলছি। তারা আমাকে মৃত্যুর খবর জানান। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হলে সেখানেই তিনি মারা যায়। তাকে দাফন করার জন্য গ্রামে আনা হবে। আমরা তার পরিবারের পাশে থাকবো।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
সদরঘাটে এক লঞ্চকে অর্থদণ্ড, ৫টির রশি জব্দ
সদরঘাটে পাঁচ যাত্রীর মৃত্যু: ৫ জন রিমান্ডে
সর্বশেষ খবর
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস
নানা কর্মসূচিতে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস
নানা কর্মসূচিতে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস
ইন্দোনেশিয়ায় মধ্যরাতে ৬.৫ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় মধ্যরাতে ৬.৫ মাত্রার ভূমিকম্প
সর্বাধিক পঠিত
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ