X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, সুপারভাইজার নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৬ মে ২০২৩, ১৩:৩৯আপডেট : ১৬ মে ২০২৩, ১৩:৩৯

চুয়াডাঙ্গায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও ১৫ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৫ মে) রাত পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের বদরগঞ্জ বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন (২৫) চুয়াডাঙ্গার দর্শনা পৌর শহরের ইসলামপাড়ার তাহসান ইসলাম বাবু কসাইয়ের ছেলে। তিনি ওই বাসের সুপারভাইজার ছিলেন।  

আহতদের মধ্যে আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী গ্রামের নুর ইসলামের ছেলে আল আমিন (২৪), মৃত সেলিমের ছেলে আলিম (২৪), চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার আকসেদ আলীর ছেলে গোলাম আজম পিনা (৬২), মৃত আলতাফ হোসেনের ছেলে শাহাবুল ইসলাম (৬৫), সুমিরদিয়ার নীলার মোড় এলাকার কটার মেয়ে মেহেরুন (৬২), দর্শনা কেরুজ পাড়ার মিনারুলের ছেলে তারেক (২১), রুস্তম আলীর ছেলে নাহিদ ফেরদৌস (৩৫), দামুড়হুদার জয়রামপুরের ফরজ আলীর ছেলে মিরাজ (১৯) এবং জীবননগরের বদিনাথপুরের জিদার হোসেনের ছেলে শরিফুলের (৩৩) পরিচয় পাওয়া গেছে। 

আহত যাত্রী গোলাম আজম পিনা বলেন, ‘চুয়াডাঙ্গা জেলার সীমানা পার হয়ে ঝিনাইদহ অংশে প্রবেশের সময়ই এ দুর্ঘটনা ঘটে। রাস্তায় কাদামাটি ছিল, এ জন্য গাড়ির চাকা নিচে নেমে পড়ে। এ সময় নিয়ন্ত্রণ হারায় বাসচালক। বাসের ধাক্কায় সড়কের পাশের কয়েকটি গাছও ভেঙে যায়। কয়েকবার চেষ্টার পরও নিয়ন্ত্রণে না আসায় খাদে পড়ে যায় গাড়িটি। আমরা বাসের ডান পাশের সিটে ছিলাম, তাই সহজেই বেরিয়ে আসতে পেরেছি।’

আরেক আহত যাত্রী আল আমিন হোসেন বলেন, ‘আমাদের পূর্বাশা পরিবহনের সামনে রয়েল এক্সপ্রেসের একটি বাস ছিল। সামনের বাসটিকে ওভারটেক করার চেষ্টা করলে কাদায় পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় পূর্বাশা পরিবহনের গাড়িটি।’

জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, ‘দুর্ঘটনায় ১২ থেকে ১৫ জন যাত্রী গুরুতর আহত ও বাসের সুপারভাইজার নিহতের খবর পাওয়া গেছে। চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের ফায়ারসার্ভিস ও পুলিশ উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।’

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়। একজন ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় নয় জনকে উদ্ধার করা হয়। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি উল্টে পড়ে আছে। উদ্ধারে কাজ চলছে।’

/এসএন/
সম্পর্কিত
কুমিল্লায় বাস ও ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার
সর্বশেষ খবর
আ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহআ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
অসদুপায় অবলম্বনের অভিযোগে খাগড়াছড়িতে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার
অসদুপায় অবলম্বনের অভিযোগে খাগড়াছড়িতে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার
এবার শাহবাগে এনসিপির অনুষ্ঠানে ককটেল বিস্ফোরণ
এবার শাহবাগে এনসিপির অনুষ্ঠানে ককটেল বিস্ফোরণ
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, এপিবিএন সদস্যসহ গ্রেফতার ৭
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, এপিবিএন সদস্যসহ গ্রেফতার ৭
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
বিবিয়ানায় ফুরিয়ে আসছে গ্যাসের মজুত: শঙ্কার মুখে দেশের জ্বালানি নিরাপত্তা
বিবিয়ানায় ফুরিয়ে আসছে গ্যাসের মজুত: শঙ্কার মুখে দেশের জ্বালানি নিরাপত্তা