X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আ.লীগ কর্মী সোনা মিয়া হত্যা মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান কারাগারে 

রংপুর প্রতিনিধি
০৫ জুন ২০২৩, ২০:৩৮আপডেট : ০৫ জুন ২০২৩, ২০:৩৮

রংপুরের কাউনিয়ার আওয়ামী লীগ কর্মী সোনা মিয়া হত্যা মামলার প্রধান আসামি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৫ জুন) দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ শহীদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক এ আদেশ দেন। পরে কঠোর পুলিশি পাহারায় আসামিকে কারাগারে পাঠানো হয়। রংপুরের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, চলতি বছরের ২৪ এপ্রিল বিকালে কাউনিয়া উপজেলার হারাগাছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান চলছিল। সেখানে বাণিজ্যমন্ত্রী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়ার নামে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা স্লোগান দেন। কিন্তু জেলা আওয়ামী লীগের এক নেতার পক্ষে স্লোগান না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং তার সমর্থকরা বাগবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এমন পরিস্থিতিতে অনুষ্ঠান শেষ না করেই বাণিজ্যমন্ত্রী ওই স্থান ত্যাগ করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে সেদিন রাত সাড়ে ৮টার দিকে আবদুর রাজ্জাক ও তার বড় ভাই রাজুর নেতৃত্বে মোটরসাইকেলে আসা হেলমেট পরা ব্যক্তিরা হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের চার নম্বর ওয়ার্ডের সভাপতি মুকুল মিয়ার ভাই সোনা মিয়াকে বাজারে একা পেয়ে দেশি অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করেন। নিহত সোনা মিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ নয়াটারী গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে। তিনি হারাগাছ ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য। এ ঘটনায় গত ২৬ এপ্রিল দুপুরে সোনা মিয়ার ছেলে আখতারুজ্জামান বাদী হয়ে ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাককে প্রধান আসামি এবং তার ভাই হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদসহ ৭৬ জনের নামে এবং অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

এদিকে, আওয়ামী লীগ কর্মী সোনা মিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে হারাগাছে এবং রংপুরে কয়েক দফা বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন দলের নেতাকর্মীরা।

পিপি আব্দুল মালেক বলেন, ‘আসামি রাজ্জাক হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

/এমএএ/
সম্পর্কিত
গণ-অভ্যুত্থানে নিহত রিয়ার মৃত্যুর ১১ মাস পর মামলা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা, ‘মূলহোতা’ গ্রেফতার
সর্বশেষ খবর
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
সর্বাধিক পঠিত
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল