X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

কবে শুরু হবে রোহিঙ্গা প্রত্যাবাসন?

আবদুল আজিজ, কক্সবাজার
২৫ আগস্ট ২০২৩, ১৫:২৫আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১৬:১৭

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে সাত লাখের বেশি রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেওয়ার ছয় বছর হলো আজ। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা ও নির্যাতনের মুখে সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয় তারা। কক্সবাজারে আগে থেকে আশ্রয় নেওয়া আরও সাড়ে তিন লাখ রোহিঙ্গাসহ বর্তমানে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে বসবাস করছে।

কখন তারা স্বদেশে ফিরে যাবে তার কোনও নিশ্চয়তা নেই। তবে সরকারের শরণার্থী বিষয়ক কর্মকর্তারা জানিয়েছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা চলমান। যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় বাংলাদেশ।

বর্তমানে ১২ লাখেরও অধিক রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে বসবাস করছে রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রত্যাবাসনের কোনও বিকল্প নেই উল্লেখ করে কক্সবাজারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি চলমান। বাংলাদেশ সরকার সব সময় প্রস্তুত রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে। রোহিঙ্গারা রাখাইনে নিজেদের ভিটায় ফিরে যেতে চায়। তাদের নিরাপত্তার নিশ্চয়তা ও নাগরিকত্বের দাবিও রয়েছে। তারা কোনোমতেই রাখাইনে নির্মিত মডেল ভিলেজে যেতে চায় না। সম্প্রতি মিয়ানমার সরকার কিছু রোহিঙ্গাকে নিজেদের ভিটাবাড়িতে প্রত্যাবাসনের জন্য সম্মতি দিয়েছে। এখন দরকার যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা।

দ্রুত নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চান রোহিঙ্গারা মোহাম্মদ মিজানুর রহমান আরও জানান, রোহিঙ্গাদের কারণে স্থানীয়রা এখন হুমকির মুখে। রোহিঙ্গা ক্যাম্পে প্রতিনিয়ত অপরাধ বাড়ছে। আমরাও সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। রোহিঙ্গাদের প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত প্রক্রিয়াটি অব্যাহত থাকবে।

মিয়ানমারের রাখাইন স্টেটে সন্ত্রাস দমনের নামে সে দেশের সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধন চালানো হলে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আসতে থাকে রোহিঙ্গারা। ২৫ আগস্টের পর দুই তিন মাসের মধ্যেই উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয় সাড়ে সাত লাখের মতো রোহিঙ্গা। এ ছাড়া কক্সবাজারে আগে থেকে আশ্রয় নেওয়া সাড়ে তিন লাখ রোহিঙ্গাসহ ১১ লাখের অধিক রোহিঙ্গাকে ৩৩টি ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়। পরবর্তীতে জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গা জনগোষ্ঠীর খাদ্য সহায়তা ও অন্যান্য সুযোগসুবিধা নিশ্চিত করা হয়। ২০১৭ সালেই বাংলাদেশ রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করে। পরবর্তীতে কয়েক দফা রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফেরত যায়নি।

জাতিগত পরিচয় ও অধিকার ফিরিয়ে দিলে স্বদেশে ফিরে যাবেন রোহিঙ্গারা এদিকে, রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন কোনও না কোনও অপরাধ সংঘটিত হচ্ছে। খুন, গোলাগুলি, মাদক, ধর্ষণ ও অপহরণ এখন নিত্য-নৈমিত্তিক ব্যাপার। এ কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ স্থানীয় জনগোষ্ঠীর নানা সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-২-এর স্থানীয় বাসিন্দা মো. ফজল করিম উদ্বেগ ও উৎকণ্ঠার কথা উল্লেখ করে বলেন, ‘আমরা স্থানীয় বাসিন্দারা রাতে ভয়ে বের হই না। ক্যাম্পের অলিগলিতে রাত হলে অস্ত্রের ঝনঝনানি শোনা যায়। গোলাগুলি ও রোহিঙ্গা নারীদের আর্তচিৎকার শোনা যায়। এতে আমরা আতঙ্কিত।’

একই কথা বলেছেন স্থানীয় বাসিন্দা শাহ আলম। তিনি বলেন, ‘ক্যাম্পে খুনখারাবি, মাদক ব্যবসাসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। ক্যাম্পের ভেতরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপে প্রকাশ্যে গোলাগুলি হচ্ছে। এতে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটছে।’

রোহিঙ্গা ক্যাম্প উখিয়ার কুতুপালংয়ের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, ‘বিপুল সংখ্যক রোহিঙ্গা বসবাসের কারণে এখানে পরিবেশগত সমস্যা হচ্ছে। পাহাড় উজাড় হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। শ্রমবাজার হারাচ্ছে বাংলাদেশিরা। রোহিঙ্গা সমস্যার কারণে বাংলাদেশকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। মিয়ানমার সরকারও রোহিঙ্গাদের ব্যবহার করে এখানে একটি সংঘাত সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা রয়েছে।’

কক্সবাজার জেলা পুলিশের দেওয়া তথ্যমতে, গত ছয় বছরে ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে দুই শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছে। এ সময় থানায় হত্যা মামলা হয়েছে ১৩১টি, মানবপাচারের মামলা হয়েছে ৩৭টি, মাদক পাচারের মামলা হয়েছে দুই হাজার ৫৭টি, ধর্ষণের মামলা হয়েছে ৯৪টি, অস্ত্র মামলা হয়েছে ২৩৮টি, ডাকাতি মামলা হয়েছে ৬২টি, অপহরণ মামলা হয়েছে ৪৪টি এবং অন্যান্য অপরাধে মামলা হয়েছে ২৪৩টি।

রোহিঙ্গা ক্যাম্প ক্যাম্পের মাঝিসহ একাধিক রোহিঙ্গা কমিউনিটি নেতা বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় সরব রয়েছে। আন্তর্জাতিক বিচারিক আদালতেও চলছে রোহিঙ্গা গণহত্যার বিচার। তার ওপর মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনা অনিশ্চয়তার মুখে পড়েছে। তবে তাদের জাতিগত পরিচয় ও অধিকার ফিরিয়ে দিলে তারা স্বদেশে ফিরে যাবে। তারা চায় সেখানে নিজেদের ভিটামাটি। কিন্তু তাদের নাগরিকত্ব, জাতিগত পরিচয়, জায়গা জমির ও গণহত্যার বিচারের নিশ্চয়তা না পেলে তারা মিয়ানমারে গিয়ে আবারও সে দেশের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পড়বে, এমনটি আশঙ্কা তাদের।

/এসএন/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বলছেন রোহিঙ্গা নেতারাকরিডরের চেয়ে রাখাইনে সেফজোন করলে কাটবে রোহিঙ্গা সংকট
রৌমারী‌ সীমা‌ন্তে পুশব্যাক, ভূরুঙ্গামারী‌ সীমান্ত পা‌ড়ি দেওয়ার চেষ্টা: ৩৫ রোহিঙ্গাসহ আটক ৪৪
রাখাইনের নতুন প্রশাসনে রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি দেখতে চায় বাংলাদেশ
সর্বশেষ খবর
গরমে শরীর ঠান্ডা রাখবে এই ১০ খাবার
গরমে শরীর ঠান্ডা রাখবে এই ১০ খাবার
আ.লীগের সঙ্গে জামায়াতেরও বিচার চায় বাসদ
আ.লীগের সঙ্গে জামায়াতেরও বিচার চায় বাসদ
বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্য উপদেষ্টার
ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ দিবস উদযাপনবাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্য উপদেষ্টার
১০ জনের চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আরও কাছে নিউক্যাসেল
১০ জনের চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আরও কাছে নিউক্যাসেল
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে