শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘পাহাড়, হাওর ও চর এলাকায় শিক্ষকস্বল্পতা রয়েছে। এই বাস্তবতা মেনে নিয়েই কীভাবে প্রযুক্তিকে ব্যবহার করে আমরা শিক্ষকস্বল্পতার যে অসুবিধা, তা দূর করতে কাজ করছি।’
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের কোথাও কোথাও শিক্ষক স্বল্পতা রয়েছে। তা দূর করতে সরকার নানাভাবে কাজ করছে।’
এ সময় উপস্থিত ছিলেন– চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতসহ অনেকে।