চুয়াডাঙ্গার দামুড়হুদায় খালাশাশুড়ি শাহিদা বেগম রনিকে (৪৫) হত্যার দায়ে রবিউল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় আসামিকে।
বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মাসুদ আলী আসামির উপস্থিতিতে এই রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রবিউল ইসলাম একই গ্রামের আজিজুল মণ্ডলের ছেলে।
হত্যার শিকার শাহিদা খাতুন রনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি দক্ষিণপাড়ার রেজাউল ইসলামের স্ত্রী।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৬ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শত্রুতার জের ধরে রবিউল শাহিদাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্বজনরা শাহিদাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই হাফেজ আবদুল মতিন বাদী হয়ে ওইদিন সকালে রবিউলকে একমাত্র আসামি করে চুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে একই বছর ৪ জুলাই রবিউল ইসলামকে আসামি করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা থানার উপ-পরিদর্শক তবারক আলী। পরে ১৩ জনের মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেন বিচারক।