X
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
১২ আশ্বিন ১৪৩০

পেঁয়াজ ও আলুর দাম নিয়ে সমস্যা সাময়িক: কৃষিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫০

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘পেঁয়াজ ও আলুর দাম নিয়ে যে সমস্যা হচ্ছে তা সাময়িক। এ সব নিয়ে নানাভাবে বিজ্ঞানীরা কাজ করছেন, সম্প্রসারণ বিভাগ কাজ করছে সরকারের পলিসি নিয়ে।’

মঙ্গলবার সকালে দিনাজপুর সদর উপজেলার নশিপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে গ্রিন হাউজ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় আলুর দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, ‘চলতি বছর দেশে আলুর আবাদ কম হয়েছে। পাশাপাশি এবার বিপুল পরিমাণ আলু বিদেশে রফতানি হয়েছে। তাই দেশের বাজারে আলুর দাম বেড়েছে। তবে আলুর বীজের দাম গত বছরের মতোই থাকবে। কৃষকরা কম দামে আলুর বীজ পাবেন। এ ছাড়া, বাংলাদেশের আলুর উৎপাদন দেখে বিভিন্ন বড় বড় কোম্পানি দেশে কাজ করার আগ্রহ দেখিয়েছে। এতে কৃষকরা আরও লাভবান হবেন।’

ভারত থেকে ডিম আমদানির বিষয়ে তিনি বলেন, ‘ইতোপূর্বে কয়েক বছরে দেশে পোল্ট্রি শিল্প ক্ষতির মুখে ছিল। সে সময় খামারিরা ডিম বিক্রি করে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। কিন্তু চলতি বছর ডিমের দাম বেশি পাওয়ায় এবার খামারিরা লাভবান হচ্ছেন। কিন্তু ডিমের দাম অত্যধিক বাড়িয়ে দিয়ে খামারিদের লাভবান হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই সরকার দাম নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু তাতেও দাম না কমায় ভারত থেকে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এ সময় মন্ত্রী বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে বলেন, ‘কাচি যেমন দুটি বাহু ছাড়া কাজ করতে পারে না। পার্লামেন্টেও দুটি বাহু থাকা দরকার। আমরা চাই, একটি শক্ত বিরোধী দল থাকুক। কিন্তু এখন যে পথে বিএনপি যাচ্ছে দেশকে অচল করার জন্য, নৈরাজ্য সৃষ্টি করার জন্য, এতে তারা সফল হবে না। ব্যর্থ হয়ে তাদের কর্মীরা চরমভাবে হতাশায় নিমজ্জিত হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল, বাংলাদেশের তৃণমূলের সবপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মী আছে। এটি সুসজ্জিত ও সুসংগঠিত ঐতিহ্যবাহী দল। আন্দোলন করে কোনোভাবেই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না। নির্বাচনে আসতে হবে, জনগণের রায় নিতে হবে। আমরা প্রস্তুত, প্রশাসন অনেক বেশি দক্ষ, পুলিশের অনেক সক্ষমতা রয়েছে। যদি তারা আবার আগুন সন্ত্রাসে যায়, বাড়িঘরে আগুন দেয়, রেললাইন তুলতে চায়, আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য মোকাবিলা করবে।

‘বিএনপি কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য আন্দোলন করছে। এখন তারা লোক দেখানো পদযাত্রা শুরু করেছে। তাদের কোনও আন্দোলন সফল হয়নি।’

পরে কৃষিমন্ত্রী ইনস্টিটিউটের হল রুমে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, এমপি মনোরঞ্জনশীল গোপাল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া।

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির আন্দোলন ও বিদেশিদের ষড়যন্ত্র একসঙ্গে মোকাবিলা করবো: কৃষিমন্ত্রী
পঁচাত্তরটি বীজ সংরক্ষণাগার নির্মাণ করবে সরকার
কৃষি হবে উন্নয়ন ও উন্নত জীবনের হাতিয়ার: কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
মেক্সিকোয় খণ্ড-বিখণ্ড ১২ জনের মরদেহ উদ্ধার
মেক্সিকোয় খণ্ড-বিখণ্ড ১২ জনের মরদেহ উদ্ধার
কিন্ডারগার্টেন পরিচালনা: অক্টোবরের শুরুতেই আসছে বিধিমালা
কিন্ডারগার্টেন পরিচালনা: অক্টোবরের শুরুতেই আসছে বিধিমালা
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেলো ২ জনের
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেলো ২ জনের
নিখোঁজ মা ও দুই সন্তানের লাশ মিললো নদীতে
নিখোঁজ মা ও দুই সন্তানের লাশ মিললো নদীতে
সর্বাধিক পঠিত
বিশ্বকাপের দল ঘোষণা পেছালো বিসিবি
বিশ্বকাপের দল ঘোষণা পেছালো বিসিবি
বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা যেন সোনার হরিণ
বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা যেন সোনার হরিণ
অজ্ঞাত লাশ নিজের মেয়ের বলে দাফন, ৪ দিন পর জীবিত উদ্ধার
অজ্ঞাত লাশ নিজের মেয়ের বলে দাফন, ৪ দিন পর জীবিত উদ্ধার
তুলে নেওয়ার ৩৩ ঘণ্টা পর বনানী থানায় সেই প্রকৌশলী 
তুলে নেওয়ার ৩৩ ঘণ্টা পর বনানী থানায় সেই প্রকৌশলী 
মালদ্বীপের আদলে সাজছে সেন্টমার্টিন, ঢল নামবে দেশি-বিদেশি পর্যটকের
মালদ্বীপের আদলে সাজছে সেন্টমার্টিন, ঢল নামবে দেশি-বিদেশি পর্যটকের