X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

পেঁয়াজ ও আলুর দাম নিয়ে সমস্যা সাময়িক: কৃষিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫০

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘পেঁয়াজ ও আলুর দাম নিয়ে যে সমস্যা হচ্ছে তা সাময়িক। এ সব নিয়ে নানাভাবে বিজ্ঞানীরা কাজ করছেন, সম্প্রসারণ বিভাগ কাজ করছে সরকারের পলিসি নিয়ে।’

মঙ্গলবার সকালে দিনাজপুর সদর উপজেলার নশিপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে গ্রিন হাউজ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় আলুর দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, ‘চলতি বছর দেশে আলুর আবাদ কম হয়েছে। পাশাপাশি এবার বিপুল পরিমাণ আলু বিদেশে রফতানি হয়েছে। তাই দেশের বাজারে আলুর দাম বেড়েছে। তবে আলুর বীজের দাম গত বছরের মতোই থাকবে। কৃষকরা কম দামে আলুর বীজ পাবেন। এ ছাড়া, বাংলাদেশের আলুর উৎপাদন দেখে বিভিন্ন বড় বড় কোম্পানি দেশে কাজ করার আগ্রহ দেখিয়েছে। এতে কৃষকরা আরও লাভবান হবেন।’

ভারত থেকে ডিম আমদানির বিষয়ে তিনি বলেন, ‘ইতোপূর্বে কয়েক বছরে দেশে পোল্ট্রি শিল্প ক্ষতির মুখে ছিল। সে সময় খামারিরা ডিম বিক্রি করে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। কিন্তু চলতি বছর ডিমের দাম বেশি পাওয়ায় এবার খামারিরা লাভবান হচ্ছেন। কিন্তু ডিমের দাম অত্যধিক বাড়িয়ে দিয়ে খামারিদের লাভবান হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই সরকার দাম নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু তাতেও দাম না কমায় ভারত থেকে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এ সময় মন্ত্রী বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে বলেন, ‘কাচি যেমন দুটি বাহু ছাড়া কাজ করতে পারে না। পার্লামেন্টেও দুটি বাহু থাকা দরকার। আমরা চাই, একটি শক্ত বিরোধী দল থাকুক। কিন্তু এখন যে পথে বিএনপি যাচ্ছে দেশকে অচল করার জন্য, নৈরাজ্য সৃষ্টি করার জন্য, এতে তারা সফল হবে না। ব্যর্থ হয়ে তাদের কর্মীরা চরমভাবে হতাশায় নিমজ্জিত হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল, বাংলাদেশের তৃণমূলের সবপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মী আছে। এটি সুসজ্জিত ও সুসংগঠিত ঐতিহ্যবাহী দল। আন্দোলন করে কোনোভাবেই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না। নির্বাচনে আসতে হবে, জনগণের রায় নিতে হবে। আমরা প্রস্তুত, প্রশাসন অনেক বেশি দক্ষ, পুলিশের অনেক সক্ষমতা রয়েছে। যদি তারা আবার আগুন সন্ত্রাসে যায়, বাড়িঘরে আগুন দেয়, রেললাইন তুলতে চায়, আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য মোকাবিলা করবে।

‘বিএনপি কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য আন্দোলন করছে। এখন তারা লোক দেখানো পদযাত্রা শুরু করেছে। তাদের কোনও আন্দোলন সফল হয়নি।’

পরে কৃষিমন্ত্রী ইনস্টিটিউটের হল রুমে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, এমপি মনোরঞ্জনশীল গোপাল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া।

/এমএএ/
সম্পর্কিত
সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে নেওয়া হলো থানায়
সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ রিমান্ডে
সাবেক মন্ত্রী আব্দুস শহীদকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৫)
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ