X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ রিমান্ডে

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৪, ১৭:১৬আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১৭:১৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের যুবদল নেতা আব্দুল আহাদের করা বিস্ফোরক আইনের মামলায় বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মো. আব্দুস শহীদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাহুল হকের আদালত।

বুধবার ২৭ নভেম্বর সকাল ১১টায় কড়া নিরাপত্তার মাধ্যমে প্রিজন ভ্যানে করে আব্দুস শহীদকে মৌলভীবাজার জেলা কারাগার থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে তাকে ২নং আমলি আদালতের বিচারকের আদালতে তোলা হয়।

এদিকে, রিমান্ড মঞ্জুরের পর আসামি এজলাস থেকে বের হয়ে প্রিজন ভ্যানে ওঠার আগে আদালত এলাকায় উপস্থিত উৎসুক জনতা ‘ভুয়া ভুয়া’ ও ‘চোর’সহ নানা স্লোগান দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী জানান, আসামির পাঁচ দিনের রিমান্ড চাইলে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলী জানান, আব্দুস শহীদের বয়স ও অসুস্থতা দেখিয়ে জামিন চাইলে আদালত আবেদন মঞ্জুর করেননি। আদালত এলাকায় কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয় ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আব্দুল আহাদ গত ২৪ অক্টোবর শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর সন্ধ্যায় বিএনপির এমপি প্রার্থী হাজি মুজিবুর রহমানের স্থানীয় ভোজপুর বাজারে নির্বাচনি পথসভায় ১নং আসামি সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের নির্দেশে হামলা করা হয়। ওই পথসভায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দেশি অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালানো হয়। মামলায় এজাহারভুক্ত ৫৫ জন ছাড়াও অজ্ঞাত আরও অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এর আগে আদালতে হাজিরার জন্য গত ২৪ নভেম্বর সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস শহীদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে নেওয়া হলো থানায়
সাবেক মন্ত্রী আব্দুস শহীদকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর
মির্জাপুর থানায় রিমান্ডে সাবেক কৃষিমন্ত্রী, ফাঁসির দাবিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
ভারতের সামরিক অভিযান ‘আসন্ন’, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ভারতের সামরিক অভিযান ‘আসন্ন’, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু