X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

সানন্দবাড়ীতে অসময়ের ভাঙনে ব্রহ্মপুত্রের গর্ভে ঘরবাড়ি-ফসলি জমি

জামালপুর প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৩, ১২:৪৫আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১৩:১০

জামালপুরের দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে অসময়ে ব্রহ্মপুত্র নদে আবারও তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেড় কিলোমিটার এলাকাজুড়ে এই ভাঙন দেখা দিয়েছে। এতে প্রায় শতাধিক একর জমি নদীগর্ভে চলে গেছে। বিলীন হওয়ার পথে রয়েছে কয়েকটি গ্রাম।

কিছুদিন আগে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙনরোধের চেষ্টা করেছিল। কিন্তু এবারের ভাঙনে জিও ব্যাগ আর কাজে আসছে না, ভেসে যাচ্ছে। ভাঙনরোধে স্থায়ী কোনও পদক্ষেপের উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ। 

ইতোমধ্যে ওই এলাকার চর আমখাওয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাটাধোয়া পাড়া, ৫নং ওয়ার্ডের পশ্চিমপাড়ায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে শত শত একর ফসলি জমি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কয়েকদিনে ৫০ থেকে ৬০টি পরিবার ভিটেমাটি হারিয়েছে। এ ছাড়া খোলাবাড়ী টুপকার চর বিলীন হওয়ার পথে।

পাটাধোয়া পাড়া এলাকার রফিকুল ইসলাম, ছোরহাব উদ্দিন, বারেক মিয়াসহ স্থানীয় কয়েকজন বলেন, ‘বাড়িঘর জমিজমা, সব নদীতে চলে গেছে, চরে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছি। কোথাও যাওয়ার জায়গা নেই, সরকার যেন আমাদের সহায়তা করে ঘর তুলে দেয়।’

তাদের দাবি স্থায়ী বাঁধ নির্মাণ। কিছুদিন আগে পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে ১৬০ মিটার এলাকায় ১৩ হাজার জিও ব্যাগ ফেলা হলেও সেগুলো স্রোতে ধসে যাচ্ছে। ইতোমধ্যে ২০ মিটার জায়গার জিও ব্যাগ নদীতে চলে গেছে।

চর আমখাওয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন, ‘কিছুদিন আগে পাউবির পক্ষ থেকে ১৬০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলা হয়। তার মধ্যে ২০ মিটার এলাকার জিও ব্যাগ নদীগর্ভে চলে গেছে।’ স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান তিনি ।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুন্নাহার শেফা জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের নির্বাহী প্রকৌশলী স্যার গত সপ্তাহে সেখানে ভিজিট করেছেন। স্থায়ী বাঁধ নির্মাণের জন্য একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো আছে। আমরা আশা করি সমস্যার সমাধান হবে।’

/এমএএ/
সম্পর্কিত
নদীভাঙন রোধে অবৈধ ড্রেজার মালিকদের আইনের আওতায় আনা হবে: ফাওজুল কবির খান
জোয়ারের পানিতে নিঝুম দ্বীপের সড়কে একাধিক ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন
শঙ্খ নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, জনমনে আতঙ্ক
সর্বশেষ খবর
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু