X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সানন্দবাড়ীতে অসময়ের ভাঙনে ব্রহ্মপুত্রের গর্ভে ঘরবাড়ি-ফসলি জমি

জামালপুর প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৩, ১২:৪৫আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১৩:১০

জামালপুরের দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে অসময়ে ব্রহ্মপুত্র নদে আবারও তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেড় কিলোমিটার এলাকাজুড়ে এই ভাঙন দেখা দিয়েছে। এতে প্রায় শতাধিক একর জমি নদীগর্ভে চলে গেছে। বিলীন হওয়ার পথে রয়েছে কয়েকটি গ্রাম।

কিছুদিন আগে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙনরোধের চেষ্টা করেছিল। কিন্তু এবারের ভাঙনে জিও ব্যাগ আর কাজে আসছে না, ভেসে যাচ্ছে। ভাঙনরোধে স্থায়ী কোনও পদক্ষেপের উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ। 

ইতোমধ্যে ওই এলাকার চর আমখাওয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাটাধোয়া পাড়া, ৫নং ওয়ার্ডের পশ্চিমপাড়ায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে শত শত একর ফসলি জমি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কয়েকদিনে ৫০ থেকে ৬০টি পরিবার ভিটেমাটি হারিয়েছে। এ ছাড়া খোলাবাড়ী টুপকার চর বিলীন হওয়ার পথে।

পাটাধোয়া পাড়া এলাকার রফিকুল ইসলাম, ছোরহাব উদ্দিন, বারেক মিয়াসহ স্থানীয় কয়েকজন বলেন, ‘বাড়িঘর জমিজমা, সব নদীতে চলে গেছে, চরে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছি। কোথাও যাওয়ার জায়গা নেই, সরকার যেন আমাদের সহায়তা করে ঘর তুলে দেয়।’

তাদের দাবি স্থায়ী বাঁধ নির্মাণ। কিছুদিন আগে পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে ১৬০ মিটার এলাকায় ১৩ হাজার জিও ব্যাগ ফেলা হলেও সেগুলো স্রোতে ধসে যাচ্ছে। ইতোমধ্যে ২০ মিটার জায়গার জিও ব্যাগ নদীতে চলে গেছে।

চর আমখাওয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন, ‘কিছুদিন আগে পাউবির পক্ষ থেকে ১৬০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলা হয়। তার মধ্যে ২০ মিটার এলাকার জিও ব্যাগ নদীগর্ভে চলে গেছে।’ স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান তিনি ।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুন্নাহার শেফা জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের নির্বাহী প্রকৌশলী স্যার গত সপ্তাহে সেখানে ভিজিট করেছেন। স্থায়ী বাঁধ নির্মাণের জন্য একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো আছে। আমরা আশা করি সমস্যার সমাধান হবে।’

/এমএএ/
সম্পর্কিত
নদীভাঙন রোধে অবৈধ ড্রেজার মালিকদের আইনের আওতায় আনা হবে: ফাওজুল কবির খান
জোয়ারের পানিতে নিঝুম দ্বীপের সড়কে একাধিক ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন
শঙ্খ নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, জনমনে আতঙ্ক
সর্বশেষ খবর
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল