X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে ৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৩, ১৪:৪৭আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১৪:৫০

জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-২ শূন্য আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

শিক্ষক নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলম সাজু পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আব্দুল হামিদ পেয়েছেন দলীয় প্রতীক লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী ও এই আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা পেয়েছেন কলার ছড়ি, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. রাজ্জাক হোসেন পেয়েছেন দলীয় প্রতীক আম এবং জাকের পার্টির জহিরুল ইসলাম (জুয়েল) পেয়েছেন দলীয় প্রতীক গোলাপফুল।

নির্বাচনি প্রতীক পেয়ে প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলম সাজু বলেন, ‘১৯৭৫ সালের পর নৌকা প্রতীকে দলীয় প্রার্থী এই আসন থেকে বিজয়ী হয়নি। আমি আশা করি জনগণের ভালোবাসায় নৌকা প্রতীকে বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিতে পারবো।’

অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, ‘আমি এরশাদ ও রওশন এরশাদের অনুসারী। এর আগেও আমি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এই আসন থেকে বিজয়ী হয়েছিলাম। এবার দলীয়ভাবে জাতীয় পার্টি দুটি ভাগে বিভক্ত হওয়ায় আমি দলীয় প্রতীক চাইনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার কর্মীদের পছন্দ ছিল, আমি যেন কলার ছড়ি নিই। কর্মীদের চাওয়া অনুযায়ী আমি কলার ছড়ি প্রতীক নিয়েছি।’

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, ‘আমি প্রার্থীদের কাছে অনুরোধ, সবাই যেন আচরণবিধি মেনে চলেন। আমরা সবার সহযোগিতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবো।’

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে।

/এমএএ/
সম্পর্কিত
ভারতের বিধানসভা নির্বাচনমহারাষ্ট্রে বিজেপি, ঝাড়খণ্ডে সরকার গড়বে জেএমএম
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে বাধা নেই
সর্বশেষ খবর
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবার অস্ত্র মামলায় রিমান্ডে
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবার অস্ত্র মামলায় রিমান্ডে
চিকিৎসা ব‍্যয়ভার বিতর্ক: যা বললেন ফরিদা পারভীনের ছেলে
চিকিৎসা ব‍্যয়ভার বিতর্ক: যা বললেন ফরিদা পারভীনের ছেলে
ডিম সেদ্ধ করার পানি যেসব উপায়ে ব্যবহার করা যায় 
ডিম সেদ্ধ করার পানি যেসব উপায়ে ব্যবহার করা যায় 
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন