X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৩, ১৭:০৪আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৭:০৬

মাদারীপুরের কালকিনি উপজেলায় চোর সন্দেহে মিলন চন্দ্র হালদার (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আলিনগর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিলন পিরোজপুরের কাউক্ষলা উপজেলার হরিন ধারা গ্রামের অমূল্য চন্দ্র হালদারের ছেলে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কাদের আকনের ঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদীতে নাহিদুল খান নামে স্থানীয় এক বাসিন্দা ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সারাদিন কাজ করে বিকালের দিকে ফিরে আসেন। এরপর তার ট্রলারটি নদীর পাড়ে বাঁশের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখে বাড়িতে যান। নাহিদুল রাত ১০টার দিকে এসে দেখেন ট্রলার ঠিক আছে কিনা। তখনও ট্রলার ঘাটে বাঁধা ছিল। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ৪-৫ জনের একদল দুর্বৃত্ত ওই ট্রলারের দড়ি কাটছিল। সে সময় স্থানীয় এক লোক প্রকৃতির ডাকে সাড়া দিতে আসেন নদীর পাড়ে। তিনি ট্রলারের দড়ি কাটা দেখে চিৎকার করলে চোরের দল তার ওপর হামলা চালানোর চেষ্টা করে। এর অল্প কিছুক্ষণের মধ্যেই লোকজন জড়ো হলে চোরদের চার জন দৌড়ে পালিয়ে গেলেও মিলন চন্দ্র হালদার নদীর পানিতে পড়ে যান। তাকে পানি থেকে তুলে এনে বাড়ির পাশে একটি গাছে বেঁধে রাখা হয়। পরে স্থানীয়রা মিলনকে মারপিট করলে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম  বলেন, ‘নাহিদুল খানসহ স্থানীয়রা চোর সন্দেহে মারপিট করায় মিলন নামের একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হলেও তা কোথা থেকে এলো কীভাবে এলো তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা: আসকের উদ্বেগ
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি