X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৩, ১৭:০৪আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৭:০৬

মাদারীপুরের কালকিনি উপজেলায় চোর সন্দেহে মিলন চন্দ্র হালদার (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আলিনগর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিলন পিরোজপুরের কাউক্ষলা উপজেলার হরিন ধারা গ্রামের অমূল্য চন্দ্র হালদারের ছেলে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কাদের আকনের ঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদীতে নাহিদুল খান নামে স্থানীয় এক বাসিন্দা ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সারাদিন কাজ করে বিকালের দিকে ফিরে আসেন। এরপর তার ট্রলারটি নদীর পাড়ে বাঁশের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখে বাড়িতে যান। নাহিদুল রাত ১০টার দিকে এসে দেখেন ট্রলার ঠিক আছে কিনা। তখনও ট্রলার ঘাটে বাঁধা ছিল। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ৪-৫ জনের একদল দুর্বৃত্ত ওই ট্রলারের দড়ি কাটছিল। সে সময় স্থানীয় এক লোক প্রকৃতির ডাকে সাড়া দিতে আসেন নদীর পাড়ে। তিনি ট্রলারের দড়ি কাটা দেখে চিৎকার করলে চোরের দল তার ওপর হামলা চালানোর চেষ্টা করে। এর অল্প কিছুক্ষণের মধ্যেই লোকজন জড়ো হলে চোরদের চার জন দৌড়ে পালিয়ে গেলেও মিলন চন্দ্র হালদার নদীর পানিতে পড়ে যান। তাকে পানি থেকে তুলে এনে বাড়ির পাশে একটি গাছে বেঁধে রাখা হয়। পরে স্থানীয়রা মিলনকে মারপিট করলে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম  বলেন, ‘নাহিদুল খানসহ স্থানীয়রা চোর সন্দেহে মারপিট করায় মিলন নামের একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হলেও তা কোথা থেকে এলো কীভাবে এলো তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
ডাকাতির নাটক সাজিয়ে যুবককে ডেকে এনে পিটিয়ে হত্যার অভিযোগ
ইউনিয়ন শ্রমিক দলের সভাপতিকে পিটিয়ে হত্যা
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
সর্বশেষ খবর
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ