X
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
২ ফাল্গুন ১৪৩১

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৩, ১৭:০৪আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৭:০৬

মাদারীপুরের কালকিনি উপজেলায় চোর সন্দেহে মিলন চন্দ্র হালদার (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আলিনগর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিলন পিরোজপুরের কাউক্ষলা উপজেলার হরিন ধারা গ্রামের অমূল্য চন্দ্র হালদারের ছেলে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কাদের আকনের ঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদীতে নাহিদুল খান নামে স্থানীয় এক বাসিন্দা ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সারাদিন কাজ করে বিকালের দিকে ফিরে আসেন। এরপর তার ট্রলারটি নদীর পাড়ে বাঁশের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখে বাড়িতে যান। নাহিদুল রাত ১০টার দিকে এসে দেখেন ট্রলার ঠিক আছে কিনা। তখনও ট্রলার ঘাটে বাঁধা ছিল। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ৪-৫ জনের একদল দুর্বৃত্ত ওই ট্রলারের দড়ি কাটছিল। সে সময় স্থানীয় এক লোক প্রকৃতির ডাকে সাড়া দিতে আসেন নদীর পাড়ে। তিনি ট্রলারের দড়ি কাটা দেখে চিৎকার করলে চোরের দল তার ওপর হামলা চালানোর চেষ্টা করে। এর অল্প কিছুক্ষণের মধ্যেই লোকজন জড়ো হলে চোরদের চার জন দৌড়ে পালিয়ে গেলেও মিলন চন্দ্র হালদার নদীর পানিতে পড়ে যান। তাকে পানি থেকে তুলে এনে বাড়ির পাশে একটি গাছে বেঁধে রাখা হয়। পরে স্থানীয়রা মিলনকে মারপিট করলে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম  বলেন, ‘নাহিদুল খানসহ স্থানীয়রা চোর সন্দেহে মারপিট করায় মিলন নামের একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হলেও তা কোথা থেকে এলো কীভাবে এলো তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
ভাতিজার বিরুদ্ধে বৃদ্ধ চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ, শরীরে আঘাতের চিহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি ‘পিটিয়ে হত্যা’
হাসপাতাল থেকে নারীর ব্যাগ চুরির সময় পিটুনিতে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
‘আড়াই বছর পরও আমার ছেলে অপবাদ থেকে মুক্ত হতে পারেনি’
‘আড়াই বছর পরও আমার ছেলে অপবাদ থেকে মুক্ত হতে পারেনি’
আমাদের চূড়ান্ত লক্ষ্য জুলাই সনদ তৈরি করা: প্রধান উপদেষ্টা
আমাদের চূড়ান্ত লক্ষ্য জুলাই সনদ তৈরি করা: প্রধান উপদেষ্টা
বিনা মেঘে বজ্রপাত, শুকনো তিস্তায় হঠাৎ উজানের ঢল
বিনা মেঘে বজ্রপাত, শুকনো তিস্তায় হঠাৎ উজানের ঢল
অটোরিকশা ছিনতাই করতে ফালান মিয়াকে হত্যা করেছিল তারা
অটোরিকশা ছিনতাই করতে ফালান মিয়াকে হত্যা করেছিল তারা
সর্বাধিক পঠিত
কবি সোহেল হাসান গালিব কারাগারে
কবি সোহেল হাসান গালিব কারাগারে
ভালোবাসা দিবসে শহরের রাস্তায় উত্ত্যক্তের শিকার নারী সমন্বয়ক
ভালোবাসা দিবসে শহরের রাস্তায় উত্ত্যক্তের শিকার নারী সমন্বয়ক
ভারতের কাছে ট্রাম্পের যুদ্ধবিমান বিক্রির প্রস্তাবে ক্ষুব্ধ পাকিস্তান
ভারতের কাছে ট্রাম্পের যুদ্ধবিমান বিক্রির প্রস্তাবে ক্ষুব্ধ পাকিস্তান
আমরা চাই না অযোগ্য শাসক আমাদের শাসন করুক: হাসনাত আবদুল্লাহ
আমরা চাই না অযোগ্য শাসক আমাদের শাসন করুক: হাসনাত আবদুল্লাহ
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন