X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

শামীম ওসমানকে হত্যার হুমকি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৩, ০০:০৩আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০০:০৩

ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি বলেন, ‘গতকাল রাতে একটা অপরিচিত নম্বর থেকে আমাকে ফোন করে বলেছে, তোর মৃত্যু সামনে চলে আসছে।’ সোমবার (২০ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী এলাকায় থানা আওয়ামী লীগের শান্তি মিছিলে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।

হত্যার হুমকির বিষয়ে শামীম ওসমান বলেন, ‘কাদের মৃত্যুর ভয় দেখান? মৃত্যুর ভয় আমাদের দেখাবেন না। ১৬ জুন নারায়ণগঞ্জে ২০ জন মানুষ বোমা বিস্ফোরণে মারা গেছে। আমি সেদিন বেঁচে গেছি। আমি মনে করি, আমি সেদিনই মারা গেছি। মৃত্যুর ভয় তাদের দেখাবেন যারা অসৎ পথে চলে। যারা আমাদের হুমকি-ধামকি দেয়, তাদের বলতে চাই আমরা কারও করুণা ভিক্ষায় স্বাধীনতা পাইনি। এটি পেতে অনেক ত্যাগ করতে হয়েছে। আমাদের পূর্ব পুরুষরা লড়াই করে এ দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। তাদের পরবর্তী প্রজন্ম আমাদের মৃত্যুর ভয় দেখান? আমরা যারা পঁচাত্তরের ১৫ আগস্টের পরে রাজনীতি করতে আসছি, আমরা তৈরি হয়েছি মৃত্যুকে মারার জন্য। সেই মৃত্যুর ভয় আমাদের দেখাবেন না।’

তিনি বলেন, ‘ওরা আমাদের মানচিত্রে থাবা দিয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিমালয়ের চেয়ে শক্ত একজন নারী। তিনি আল্লাহ ছাড়া কারও সামনে মাথা নত করেননি, করবেন না। সামনে আরও অনেক কিছু হবে। তবে যত প্রতিকূলতা আসুন না কেন আমরা তা অতিক্রম করতে পারবো।’

জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ওরা নারায়ণগঞ্জে আমাদের ১৭ জন মানুষকে হত্যা করেছিল। আমরা কিন্তু কাউকে হত্যা করিনি। কাউকে আঘাতও করিনি। আর কাউকে আঘাত করবোও না। আজকে মানুষ হরতাল মানছে না, মানবে না। আমরা মাঠে নেমেছি এবং নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবো। জয় আমাদের সুনিশ্চিত। ৭ তারিখে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জাতির পিতার কন্যা শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন।’

মিছিলটি পঞ্চবটী থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে পাগলা পর্যন্ত গিয়ে শেষ হয়। সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক শান্তি মিছিলে অংশ নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন– জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
টেলিকম ব্যবসায় শামীম ওসমান পরিবারের জালিয়াতি তদন্তে হাইকোর্টের নির্দেশ
পরিবারসহ শামীম ওসমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
শামীম ওসমানের দাদার বাড়ি ‘আমান ভবন’ ভেঙে গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধরা
সর্বশেষ খবর
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আ.লীগেরর কার্যক্রম নিষিদ্ধে সরকারের সিদ্ধান্ত যুগান্তকারী: মজলিস
আ.লীগেরর কার্যক্রম নিষিদ্ধে সরকারের সিদ্ধান্ত যুগান্তকারী: মজলিস
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন
তারকাদের মা দিবস…
তারকাদের মা দিবস…
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ