X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

বগুড়ার আ.লীগ প্রার্থী মজনুর অর্থ-সম্পদ বেড়েছে ৪ কোটির বেশি টাকার

বগুড়া প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৩, ১৮:২৩আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৮:২৪

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু দীর্ঘদিন পর জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে নৌকার টিকিট পেয়েছেন। শেরপুর উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র দাখিল করেছেন। হলফনামা যাচাই করে দেখা গেছে, গত চার বছরে তার অর্থ-সম্পদ বেড়েছে চার কোটির অধিক টাকার। পাশাপাশি তার ঋণের পরিমাণও বেড়েছে। বর্তমানে তার নয় কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ৮২৯ টাকার অর্থ-সম্পদ রয়েছে। ব্যাংক ঋণ রয়েছে ৯৮ লাখের অধিক টাকা।

পেশায় ব্যবসায়ী মজিবর রহমান মজনু দীর্ঘদিন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন। তিনি শেরপুর পৌরসভায় চারবার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০১ সালে বগুড়া-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের কাছে পরাজিত হন। ২০০৯ সালে জামায়াতের রুস্তম আলীকে পরাজিত করে শেরপুর উপজেলা চেয়ারম্যান হন। ২০১৪ সালে জামায়াতের দবিবুর রহমানের কাছে পরাজিত হন। সর্বশেষ ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেরপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। অনেক জল্পনা-কল্পনা শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনবারের এমপি হাবিবর রহমানকে সরিয়ে মজিবর রহমান মজনুকে নৌকার টিকিট দেওয়া হয়।

আগের হলফনামা যাচাই করে দেখা যায়, ব্যবসায়ী মজনু ২০১৩ সালে বছরে প্রায় ৫০ লাখ টাকা আয় করতেন। তখন তার প্রায় পৌনে এক কোটি টাকার অর্থ-সম্পদ ছিল। বর্তমানের হলফনামা অনুসারে তার অর্থ-সম্পদ অনেক বেড়েছে।

শেরপুর উপজেলা পরিষদের নির্বাচনের আগে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারির হলফনামায় তার অর্থ-সম্পদের পরিমাণ ছিল পাঁচ কোটি পাঁচ লাখ ৬৩ হাজার ৭৮৩ টাকার। এতে কৃষি খাতে বার্ষিক আয় ছিল এক লাখ ৭২ হাজার ৫০০ টাকা, ব্যবসা ও ঠিকাদারি থেকে ৫৭ লাখ ৪৬ হাজার ৫৬০ টাকা, নগদ টাকা এক কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৬৩৮ টাকা, ব্যাংকে জমা ২৯ লাখ ৩৬২ টাকা, সঞ্চয়পত্রে আমানত এক কোটি টাকা, যানবাহনের মূল্য ৩১ লাখ ৫০ হাজার, স্বর্ণালংকার ৩০ ভরির মূল্য উল্লেখ নেই। ইলেকট্রনিক্স সামগ্রী দুই লাখ, আসবাবপত্র ২৭ হাজার টাকা এবং অন্যান্য ৫০ হাজার টাকা।

এ ছাড়া রয়েছে দুই লাখ ৬৩ হাজার ৪৫০ টাকা মূল্যের ৭.৮৬৫ একর কৃষিজমি, পৈতৃক সূত্রে পাওয়া ০.১৪ একর অকৃষি জমি (মূল্য নেই), দালান ৩৯ লাখ ২৫ হাজার ২৭৩ টাকা এবং বাড়ি ও অ্যাপার্টমেন্ট ৮১ লাখ ২৯ হাজার টাকা। তিনি এনসিসি ব্যাংক লিমিটেড বগুড়া শাখায় দেনা দেখিয়েছেন এক লাখ ৯৪ হাজার ৫৪৪ টাকা। ওই ব্যাংকের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর বা ডিরেক্টর হওয়ার সুবাদে ঋণ ফান্ডেড চার কোটি টাকা এবং নন ফান্ডেড এক কোটি আট লাখ ৬২ হাজার টাকা।

তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে নৌকা মার্কার প্রার্থী হিসেবে ২৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল করেন। হলফনামায় কৃষি খাতে বার্ষিক আয় দেখানো হয়েছে দুই লাখ ৩০ হাজার টাকা। ব্যবসা থেকে আয় ৮৯ লাখ ৩৬ হাজার টাকা, শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত ১২ লাখ ৪৯ হাজার ৩৪৫ টাকা, চাকরি থেকে সম্মানী চার লাখ ২৫ হাজার টাকা, নগদ পাঁচ কোটি ১৯ লাখ ৯০ হাজার টাকা, ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে জমা ৮৬ লাখ ৩৫ হাজার ৯৩ টাকা, বিভিন্ন সঞ্চয়পত্রে স্থায়ী আমানত এক কোটি ৫৮ লাখ পাঁচ হাজার ৬৬৮ টাকা। যানবাহনের মূল্য ৩১ লাখ ৫০ হাজার টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার, দুই লাখ টাকার ইলেট্রনিক্স সামগ্রী, আসবাবপত্র ২৭ হাজার টাকা, দুই লাখ ৬৩ হাজার ৪৫০ টাকা মূল্যের ৭.৮৬৫ একর কৃষিজমি, পৈতৃক ০.১৪ একর অকৃষি জমি (মূল্য নেই), দুটি ভবন ৩৯ লাখ ২৫ হাজার ২৭৩ টাকা, ব্যাংকে দেনা ৯৮ লাখ ৩৩ হাজার ৫৫৮ টাকা। এ ছাড়া এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর বা ডিরেক্টর হওয়ার সুবাদে ঋণ ফান্ডেড সাত কোটি ৪৭ লাখ টাকা এবং নন ফান্ডেড চার কোটি ৫০ লাখ টাকা। সব মিলিয়ে তার অর্থ-সম্পদের পরিমাণ নয় কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ৮২৯ টাকা। অর্থাৎ বগুড়া-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী বছরে মজিবর রহমান মজনুর চার বছরে অর্থ-সম্পদ বেড়েছে চার কোটি ৪২ লাখ ৭৩ হাজার ৪৬ টাকা।

/এমএএ/
সম্পর্কিত
দেশের ইতিহাসে ‘শ্রেষ্ঠ নির্বাচন’ হবে, আনফ্রেলকে আশ্বাস প্রধান উপদেষ্টার
নির্বাচনে অংশ নিতে ৮০-৯০ শতাংশ কাজ সম্পন্ন করে রেখেছে বিএনপি: দুদু
ডিসেম্বরকে টার্গেট করেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: ইসি আনোয়ারুল
সর্বশেষ খবর
বাংলাদেশ দরিদ্র নয়, দুর্নীতিগ্রস্ত: সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ দরিদ্র নয়, দুর্নীতিগ্রস্ত: সমাজকল্যাণ উপদেষ্টা
বিতর্কিত নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে: মামুনুল হক
বিতর্কিত নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে: মামুনুল হক
প্লট বিক্রির নামে প্রতারণার অভিযোগ, পরিচালকের শাস্তি চান ভুক্তভোগীরা
প্লট বিক্রির নামে প্রতারণার অভিযোগ, পরিচালকের শাস্তি চান ভুক্তভোগীরা
নারী সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি হেফাজত আমিরের
নারী সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি হেফাজত আমিরের
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’