X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

এমপি জিন্নাহর অর্থ-সম্পদ বেড়েছে আড়াই কোটি টাকার

বগুড়া প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৩, ২২:৫৪আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ২২:৫৮

বগুড়া জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ পেশায় ব্যবসায়ী। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) ছিলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি জাপা প্রার্থী। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক তার বিরুদ্ধে দুটি মামলা করেছে।

এবারের হলফনামা অনুসারে ঋণ হিসাব অপরিবর্তিত থাকলেও এমপি জিন্নাহর আড়াই কোটি টাকার অর্থ-সম্পদ বেড়েছে। বর্তমানেতার অর্থ-সম্পদের পরিমাণ তিন কোটি ৬০ লাখ চার হাজার ৩৮৭ টাকার। স্ত্রীর দুই কোটি ৯১ লাখ ৪২ হাজার ৩৩০ টাকা এবং নির্ভরশীলের (সন্তান) ৫০ ভরি স্বর্ণালঙ্কারসহ এক কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ১৩৫ টাকা রয়েছে।

বি কম পাস জিন্নাহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ২৮ নভেম্বর দাখিল করা হলফনামায় উল্লেখ করেন– কৃষি খাতে বাৎসরিক আয় দেখিয়েছেন দুই হাজার টাকা, বাড়ি/অ্যাপার্টমেন্ট/দোকান ভাড়া এক হাজার ৮০০ টাকা, ব্যবসা থেকে তিন লাখ ১৫ হাজার ৮০০ টাকা, নগদ নিজের দেড় লাখ টাকা ও স্ত্রীর দেড় লাখ টাকা। ব্যাংকে জমা ৫০ লাখ ৬২ হাজার ৭৯৭ টাকা। যানবাহনের মধ্যে মোটরসাইকেল ৭৭ হাজার টাকা এবং ল্যান্ড ক্রুজার কার ৩৬ লাখ ৭৪ হাজার ৯৯১ টাকা। স্বর্ণালঙ্কার নিজ নামে ৭০ হাজার টাকা এবং স্ত্রীর নামে ৭০ হাজার টাকা। ইলেকট্রনিক্স সামগ্রী নিজ নামে ৭০ হাজার, স্ত্রীর নামে ৬০ হাজার টাকা। আসবাবপত্র নিজ নামে ৮০ হাজার টাকা, স্ত্রীর নামে ৫৫ হাজার টাকা। নিজ নামে পিস্তল দেড় লাখ টাকা এবং রাইফেল এক লাখ টাকা। কৃষিজমি নিজ নামে ১.৪০ শতক দুই লাখ ৭০ হাজার টাকা এবং স্ত্রীর নামে .০৭ শতক এক লাখ ৪০ হাজার টাকা। অকৃষি জমি নিজ নামে এক লাখ ৮০ হাজার টাকার। টিনশেড কাঁচাপাকা বাড়ি নিজ নামে এক লাখ ৮০ হাজার টাকা এবং স্ত্রীর .০৭ শতক জমি ও বাড়ি সাত লাখ ৮০ হাজার টাকা। নিজ নামে পুকুর দুই লাখ ৮০ হাজার টাকা। তখন তার ঋণ সিসি (হাইপো) ৩০ লাখ টাকা এবং মোটরকারের ঋণ ছয় লাখ ১৬ হাজার ৭৪২ টাকা ছিল। ওই সময় তার অর্থ-সম্পদ ছিল এক কোটি ছয় লাখ ৬৪ হাজার ৩৮৮ টাকার। আর স্ত্রীর নামে বারো লাখ ৫৫ হাজার টাকা।

এমপি শরিফুল ইসলাম জিন্নাহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত ২৯ নভেম্বর হলফনামা দাখিল করেন। এতে দুদকে দুটি মানি লন্ডারিং আইনে মামলা তদন্তনাধীন থাকার কথা উল্লেখ করেন। অর্থ-সম্পদের বিষয়ে উল্লেখ করেন– কৃষি খাতে বছরে নিজের আয় দুই লাখ ৬১ হাজার ৬৩০ টাকা এবং নির্ভরশীলদের নামে ২৪ হাজার ৭২০ টাকা। বাড়ি/অ্যাপার্টমেন্ট/দোকান ভাড়া নিজ নামে চার লাখ ২০ হাজার ৫০০ টাকা এবং নির্ভরশীলদের ৬০ হাজার টাকা। নিজ ব্যবসা সাত লাখ টাকা, নির্ভরশীলদের ১৭ লাখ ৫০ হাজার টাকা। শেয়ার/সঞ্চয়পত্র/ব্যাংক আমানত নিজের এক লাখ ৩৩ হাজার ৭৫৬ টাকা এবং নির্ভরশীলদের নামে তিন লাখ ২৪ হাজার ৪৮০ টাকা। নির্ভরশীলদের পেশা থেকে আয় ছয় লাখ ৭৬ হাজার টাকা। সংসদ সদস্য হিসেবে সম্মানী ভাতা ১৯ লাখ ৩৯ হাজার ৬৭৫ টাকা। নগদ নিজ নামে ৯৭ লাখ ৯৩ হাজার ২৭৬ টাকা, স্ত্রীর নামে এক কোটি ২৫ লাখ ৮৭ হাজার ১৩৪ টাকা, নির্ভরশীলের নামে ৯৩ লাখ ৫৫ হাজার ২৮২ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা– নিজ ৭২ লাখ ৬৭ হাজার ৭৮ টাকা, স্ত্রীর নামে ৬২ লাখ ৮৩ হাজার ১৯৬ টাকা এবং নির্ভরশীলের নামে এক লাখ ৭৩ হাজার ৩৫৩ টাকা। স্ত্রীর সঞ্চয়পত্রে স্থায়ী আমানত ২৮ লাখ টাকা। যানবাহন নিজের টয়োটা ল্যান্ড ক্রুজার এক কোটি এক লাখ টাকা এবং স্ত্রীর একটি ট্রাক ১৫ লাখ ২৫ হাজার টাকা। স্বর্ণালঙ্কার নিজের ৩০ তোলা ৭৫ হাজার টাকা, স্ত্রীর ৪০ তোলা দুই লাখ টাকা এবং নির্ভরশীলের ৫০ তোলা (মূল্য অজানা)। ইলেকট্রনিক্স সামগ্রী স্ত্রীর নামে এক লাখ টাকা এবং নির্ভরশীলের নামে দুই লাখ টাকা। আসবাবপত্র নিজের নামে ৮০ হাজার টাকা, স্ত্রীর নামে এক লাখ টাকা এবং নির্ভরশীলের নামে দুই লাখ টাকা। ব্যবসায় স্থায়ী বিনিয়োগ নিজ ১৮ লাখ ৬১ হাজার ৬৭২ টাকা। কৃষি জমি নিজ নামে ৪৫ লাখ ৫০ হাজার ১৫০ টাকা মূল্যের ১৬৯৩.২২ শতক এবং স্ত্রীর নামে ২৭ লাখ ১১ হাজার ৮০০ টাকা মূল্যের ১৫৬.০৮ শতক। অকৃষি জমি নিজ নামে ১০ লাখ ৮৫ হাজার টাকা, স্ত্রীর নামে ১০ লাখ ২৬ হাজার ৫০০ টাকা। নিজ নামে দুটি ভবন এক কোটি ৮৯ লাখ ৬১ হাজার ৮০০ টাকা এবং নিজ নামে একটি ফ্ল্যাট ১৫ লাখ ৯২ হাজার ১৯৫ টাকা।

এ ছাড়া মধুমতি ব্যাংক ঢাকার মতিঝিল শাখায় ঋণ পাঁচ লাখ ২৮ হাজার ৪৫৯ টাকা এবং অগ্রণী ব্যাংক বগুড়ার মহাস্থান শাখায় ৩০ লাখ ৯০ হাজার ৮৭১ টাকা। নির্ভরশীলদের নামে অগ্রণী ব্যাংকে ৪৯ লাখ ৪৭ হাজার ১৩৫ টাকা ঋণ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় শরিফুল ইসলাম জিন্নাহর মোট অর্থ-সম্পদ ছিল এক কোটি ছয় লাখ ৬৪ হাজার ৩৮৮ টাকার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তা তিন কোটি ৬০ লাখ চার হাজার ৩৮৭ টাকা। গত পাঁচ বছরে অর্থ-সম্পদ বেড়েছে দুই কোটি ৫৩ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা। স্ত্রীর আগে মোট অর্থ-সম্পদ ছিল বারো লাখ ৫৫ হাজার টাকার। গত পাঁচ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে, দুই কোটি ৯১ লাখ ৪২ হাজার ৩৩০ টাকায়। তার অর্থ-সম্পদ বেড়েছে দুই কোটি ৭৮ লাখ ৮৭ হাজার ৩৩০ টাকার। নির্ভরশীলের কোনও অর্থ-সম্পদ না থাকলেও বর্তমানে ৫০ তোলা স্বর্ণসহ এক কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ১৩৫ টাকা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
যত দ্রুত সম্ভব নির্বাচন হবে, যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সরকার
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন: প্রেস সচিব
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল