X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

বাবার লাশ বাড়িতে আনার পথে অ্যাম্বুলেন্সে জন্ম হলো সন্তানের

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ২২:৫৭

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় স্বামী আলতাফ হোসেনের (৩৫) মরদেহ বহন করা অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব করেছেন স্ত্রী রহিমা খাতুন। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে আলতাফের মরদেহ উপজেলার প্রতাপনগর গ্রামের বাড়িতে নেওয়ার পথে মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে আলতাফ মারা যান। তিনি প্রতাপনগর গ্রামের শামছুর রহমানের ছেলে। 

স্বজনরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে অ্যাম্বুলেন্সে করে আলতাফের মরদেহ প্রতাপনগর গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছিল। লাশবাহী অ্যাম্বুলেন্সে হঠাৎ প্রসববেদনা শুরু হয় আলতাফের স্ত্রী রহিমার। পরে সেখানেই কন্যাসন্তান প্রসব করেন। এই দম্পতির আরও এক মেয়ে ও এক ছেলে রয়েছে। 

আলতাফের বাবা শামছুর রহমান বলেন, ‘কয়েক মাস আগে ইটভাটা শ্রমিকের কাজ করতে ঢাকার সাভার এলাকায় যায় আলতাফ। দুই মাস কাজ করে সেখানে অসুস্থ হয়ে পড়ে। গত ৩০ নভেম্বর বাড়িতে ফিরে আসে। অসুস্থতা বাড়লে ২ ডিসেম্বর সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মারা যায়। রাত ৯টার দিকে মরদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়ির পথে ফিরছিলাম আমরা। অ্যাম্বুলেন্সটি আশাশুনি উপজেলার বুধহাটা এলাকায় পৌঁছালে রাত ১০টার দিকে রহিমার প্রসবব্যথা শুরু হয়। একপর্যায়ে অ্যাম্বুলেন্সে তার কন্যাসন্তানের জন্ম হয়। রাত সাড়ে ১১টার দিকে বাড়ি আসি। পরে বুধবার সকাল ১০টায় প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসা মাঠে আলতাফের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।’

রহিমা খাতুন বলেন, ‘চলতি মাসের শেষ সপ্তাহে সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের কথা জানিয়েছিলেন চিকিৎসক। এরই মধ্যে স্বামীর মৃত্যুর পর অ্যাম্বুলেন্সে আহাজারি করতে করতে ফিরছিলাম। হঠাৎ প্রসববেদনা শুরু হয়। কোথাও যাওয়ার আগেই সেখানে কন্যাসন্তানের জন্ম হয়। মেয়ের নাম রেখেছি জান্নাতুল। সে সুস্থ আছে।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু দাউদ ঢালী বলেন, ‘পরিবারটি আলতাফের উপার্জনে চলছিল। হঠাৎ তার মৃত্যুতে পরিবারটি বিপদের মুখে পড়েছে। পরিবারটিকে সহায়তা করবো আমরা।’

/এমএএ/
সম্পর্কিত
সাতক্ষীরায় হাসপাতাল ভাঙচুরে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সেই নেতা বহিষ্কার
সাতক্ষীরা সদর হাসপাতালে ভাঙচুর, নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি
এক ট্রাক অপরিপক্ব আম ধ্বংস করলো সাতক্ষীরা জেলা প্রশাসন
সর্বশেষ খবর
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
কারিগরি সেক্টরকে ঢেলে সাজাতে সংস্কার প্রস্তাব দেবে এনসিপি: নাসিরুদ্দীন পাটওয়ারী
কারিগরি সেক্টরকে ঢেলে সাজাতে সংস্কার প্রস্তাব দেবে এনসিপি: নাসিরুদ্দীন পাটওয়ারী
আইনজীবীকে মারধর করে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা
আইনজীবীকে মারধর করে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা
ফুফুর বাড়িতে বেড়াতে এসে নদীতে নেমে কিশোরী নিখোঁজ
ফুফুর বাড়িতে বেড়াতে এসে নদীতে নেমে কিশোরী নিখোঁজ
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন