X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ভাতার টাকা না দেওয়ার অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১০

দিনাজপুরের বিরল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতাভোগীরা। বিভিন্ন অভিযোগে বুধবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন ভুক্তভোগীরা।

এর আগে এদিন সকালে ভাতার টাকা না পাওয়ায় বিরল উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া দিনাজপুরের বিরল উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের দক্ষিণ জগৎপুর এলাকার বাসিন্দা আজগার আলী বলেন, ‘আগে আমি নিয়মিত বয়স্কভাতা পেলেও এখন আর পাই না। পরে জানতে পারি, আমার আশেপাশের অনেকেই ভাতার টাকা পাননি। পরে আমরা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করলে বলা হয়, আমাদের টাকা অন্য কেউ তুলে নিয়েছে। কিন্তু সেটা তো সম্ভব না।’

একই উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের ফুলবাড়ী বাসুদেব এলাকার বাসিন্দা বাচ্চু বলেন, ‘কেউ যদি আমাদের টাকা বের করে নেয় তাহলে তারও তো ডকুমেন্ট থাকে। সেটিও আমাদের দেওয়া হচ্ছে না। কোনও বিষয়ই আমাদের জানানো হচ্ছে না।’

এ সময় ১১নং পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী মলানিয়া এলাকার বাসিন্দা গুলনাহার বেগম, জগৎপুর এলাকার বাসিন্দা রসনা বেগম, মাসুদা বেগমসহ অনেক ভুক্তভোগী ভাতার টাকা না পাওয়ায় মানববন্ধনে অংশ নেন। তারা জানান, তাদের মতো অনেকেই আছেন যারা ভাতার টাকা পাননি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিরল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘এই ধরনের অভিযোগ আসলে সেটি গ্রহণ করে ব্যবস্থা নেওয়া হবে। যদি এটা নগদের (মোবাইল ব্যাংকিং) ব্যবস্থাপনার ভুল থাকে তাহলে তাদের অবহিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আর যদি নম্বর পরিবর্তন করে কেউ অসাধু উপায়ে টাকা হাতিয়ে নেয়, সেটিও অভিযোগ পেলে যাচাই করে দেখা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
৯ মাস ভাতা বন্ধ, আন্দোলনে ট্রেইনি চিকিৎসকরা
সামাজিক সুরক্ষা খাতের ভাতা বাড়ানোর দাবি সংসদে
অবৈধ নিয়োগ প্রমাণের পরও বেতন-ভাতা পাচ্ছেন প্রধান শিক্ষক
সর্বশেষ খবর
‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান
‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান
মানবিক সমাজ বিনির্মাণে তরুণদের জ্ঞানকে কাজে লাগাতে হবে: স্পিকার
মানবিক সমাজ বিনির্মাণে তরুণদের জ্ঞানকে কাজে লাগাতে হবে: স্পিকার
দিল্লির রেকর্ড রানের জবাবে লড়াই করে হারলো মুম্বাই
দিল্লির রেকর্ড রানের জবাবে লড়াই করে হারলো মুম্বাই
মোরসালিনের ফেরার ম্যাচে ব্রাজিলিয়ানের জোড়ায় জিতলো কিংস
মোরসালিনের ফেরার ম্যাচে ব্রাজিলিয়ানের জোড়ায় জিতলো কিংস
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা