X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ট্রাকসহ ব্রিজ ভেঙে পড়লো খালে

বরিশাল প্রতিনিধি
০৩ মার্চ ২০২৪, ১৭:১১আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৭:১১

বরিশাল-ভোলা মহাসড়কের সদর উপজেলার টুঙ্গিবাড়িয়ায় ট্রাকসহ বাইপাসের বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন উভয় প্রান্তের চালকরা।

শনিবার রাতে এ ঘটনা ঘটলেও রবিবার বিকাল পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি। যান চলাচল স্বাভাবিক করতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় চেয়েছেন সড়ক ও জনপথের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ খান।

দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক জাকির হোসেন বলেন, ‘ট্রাকে মালামাল নিয়ে শনিবার বিকালে পটুয়াখালী থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। রাতে বাইপাস সড়কের বেইলি ব্রিজ পার হতে যান। সে সময় বেইলি ব্রিজটি একদিকে কাত হয়ে ভেঙে ট্রাকটি উল্টে খালে পড়ে যায়। ব্রিজটি ক্ষতিগ্রস্ত থাকায় এ দুর্ঘটনা ঘটে।’

স্থানীয় ইউপি মেম্বর অমল দেবনাথ অভিযোগ করেন, ‘প্রতিনিয়ত বাইপাস সড়কের বেইলি ব্রিজ দিয়ে দশ চাকার ট্রাক চলাচল করায় ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের একাধিক কর্মকর্তাকে অবহিত করা হলেও কোনও পদক্ষেপ নেননি। আগে-ভাগে ব্রিজটি সংস্কার করা হলে এ দুর্ঘটনা ঘটতো না। দুর্ঘনার পর থেকে দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মেমানিয়া খালের ওপর বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে। ওই সময় যাতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে সেজন্য বেইলি ব্রিজটি সচল রাখা হয়। কিন্তু কালভার্ট নির্মাণে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় উভয় প্রান্ত থেকে যানবাহন বেইলি ব্রিজ ব্যবহার করে আসছে।’

এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা বরিশাল সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ খান বলেন, ‘কিছুদিনের মধ্যে বক্স কালভার্ট ছেড়ে দেওয়া হবে। এর ফলে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হবে না। বর্তমান অবস্থা স্বাভাবিক হতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগবে। সে লক্ষ্যে কাজ শুরু হয়েছে।’

যত দ্রুত সম্ভব যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার
কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
লিভারপুলের শিরোপার আশায় এবার ধাক্কা দিলো ওয়েস্ট হ্যাম
লিভারপুলের শিরোপার আশায় এবার ধাক্কা দিলো ওয়েস্ট হ্যাম
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা