X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

কারাগারে বন্দির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ মার্চ ২০২৪, ১৮:০৫আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৮:০৫

মো. ইব্রাহিম নেওয়াজ (৩০) নামে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, বন্দি ইব্রাহিম নেওয়াজ গলায় ফাঁস লাগিয়ে কারাগারে আত্মহত্যা করেছেন। তবে স্বজনরা দাবি করেন, তাকে কারাগারের ভেতর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্ত দাবি করেছেন।

এ মৃত্যুর কারণ তদন্তে কারা কর্তৃপক্ষ চার সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিতে প্রধান করা হয়েছে চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) টিপু সুলতানকে। এতে বিভাগের তিন জেলা কারাগারের জেল সুপারকে এ তদন্ত কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- এরশাদ উল্লাহ, হাবিবুর রহমান ও আল আমিন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্র জানিয়েছে, সোমবার (১৮ মার্চ) রাতে মো. ইব্রাহিম নেওয়াজ কারাগারের ভেতর গুদাম-সংলগ্ন চৌবাচ্চার টিনের চালের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইব্রাহিম রাঙ্গামাটি পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মো. আলী নেওয়াজের ছেলে। রাউজান থানার একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। এ মামলায় গত বছরের ১৯ সেপ্টেম্বর আদালত তাকে চট্টগ্রাম কারাগারে পাঠান। তার কয়েদি নম্বর ৭৯৫৩/এ। কারাগারের যমুনা-১৯ নম্বর ওয়ার্ডে থাকতেন তিনি।

এ ঘটনায় মঙ্গলবার (১৯ মার্চ) সকালে কারা কর্তৃপক্ষ নগরীর কোতয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

কোতয়ালি থানার এসআই শামসুল ইসলাম জানান, সোমবার ৭টা ৪০ মিনিটে ইব্রাহিম নেওয়াজকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মহিন উল্লাহ পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে বলে উল্লেখ করেন।

এদিকে, নিহত ইব্রাহিম নেওয়াজের মামাতো ভাই নাইমুর রহমান তুর্য বলেন, ‘কারাগারের ভেতর ইব্রাহিম নেওয়াজ আত্মহত্যা করেছে বলে ফোন করে কারাগার থেকে আমাদের জানানো হয়। আমরা এসে লাশ দেখেছি। কারাগারের ভেতর কীভাবে মানুষ আত্মহত্যা করে, বিষয়টি আমাদের কাছে রহস্যজনক। তাকে নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) টিপু সুলতান বলেন, ‘কারাগারে এক সাজাপ্রাপ্ত বন্দি আত্মহত্যা করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তে চার সদস্যের কমিটি করেছে কারা অধিদফতর। তদন্ত শেষ করে শিগগিরই এ ঘটনায় তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
বনানীতে বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
চিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিচিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
নিখোঁজের দুই দিন পর মেঘনায় মিললো যুবকের মরদেহ
নিখোঁজের দুই দিন পর মেঘনায় মিললো যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে