X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিক্ষোভ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৪, ১৬:৪৭আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৭:০৮

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিক্ষোভ করেছে পাহাড়ের বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার ওই নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। তাকে দুই ব্যক্তি ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রামগড় থানায় মামলা হয়েছে।

শুক্রবার এ ঘটনার প্রতিবাদে রামগড়-ঢাকা সড়কের নাকাপা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। এ সময় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। এ মিছিলের আয়োজন করে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), ডেমোক্র্যাটিক ইয়ুথ ফোরাম (ডিওয়াইএফ) ও পার্বত্য নারী সংঘ।

পরে এক সমাবেশে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে অনেক পাহাড়ি নারী ও শিশু ধর্ষণের শিকার হলেও দোষীদের বিচারের আওতায় আনা হয়নি।

ভুক্তভোগীর এক চাচাতো ভাই জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ৪০ বছর বয়সী ওই নারীর বাড়িতে যায় আট থেকে ১০ জনের একটি দল। আট বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে সেখানে ওই নারী ও তার কিশোরী মেয়ে বসবাস করছিলেন।

ভুক্তভোগীর বরাত দিয়ে তার চাচাত ভাই আরও জানান, আক্রমণের সময় ভুক্তভোগী ছুরি দিয়ে অপরাধীদের প্রতিহত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এর পর মেয়েকে নিয়ে তিনি পালানোর চেষ্টা করেন। তবে নিকটবর্তী একটি খালের সামনে এসে আটকে যান তারা। খালটি পার হতে না পারায় তীরেই তাদের ধরে ফেলে অপরাধীরা।

এর পর মা ও মেয়েকে একটি কলাবাগানে টেনে নিয়ে যায় অপরাধীরা। সেখানে দুই জন ভুক্তভোগী নারীকে ধর্ষণ করে। তখন তার মেয়ে সেখান থেকে কোনোরকমে পালিয়ে যেতে সক্ষম হয়।

এদিকে, টানা বৃষ্টি ও আকস্মিক বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে খাগড়াছড়ি। গত কয়েকদিন ধরেই বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে জেলাটির একাধিক এলাকা।

/এএকে/এমএএ/
সম্পর্কিত
শহীদকন্যাকে ধর্ষণের মামলায় ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
রাঙামাটিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
বরিশালে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২
সর্বশেষ খবর
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার