X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ইউজিসির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানের অপসারণ দাবি, কুয়েটে বিক্ষোভ

খুলনা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৪

ইউজিসির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আলমগীরের অপসারণ দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ছাত্র-কর্মচারীরা বিক্ষোভ করেছেন। রবিবার বেলা ১১টায় কুয়েট থেকে ‘বৈষম্যবিরোধী আন্দোলন’ ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ফুলবাড়িগেট, মহানগরীর ফুল মার্কেট হয়ে খুলনা প্রেসক্লাবের সামনে পৌঁছে। সেখানে বিক্ষোভ সমাবেশ করা হয়।

সমাবেশে কুয়েট মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী সাফতি আসারী সাব্বির বলেন, ‘কুয়েটের ভিসি থাকাকালে ড. আলমগীরের নির্যাতনের অন্যতম হাতিয়ার মেহেদী হাসান মদ্যপ অবস্থায় মারা যায়। সেই মাতাল ছাত্রের ম্যুরাল স্থাপন করেন ভিসি আলমগীর।’

ভিসি আলমগীরের নিয়োগ বাণিজ্য নিয়ে অভিযোগ করেন শিক্ষার্থী সাজ্জাদ তানভির নাহিম। টিসিই বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ ভিসি আলমগীরের সময়ের নির্মমভাবে নির্যাতনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘শিক্ষক আরিফ ওই সময়ে ছাত্রলীগের নির্মম নির্যাতনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেও সে রহস্য আজও উন্মোচন হয়নি।’

বর্তমান ভিসির পিএস এমদাদুল মোড়ল বলেন, ‘শিবিরের ট্যাগ লাগিয়ে নিরীহ ছাত্রদের নির্যাতন করা হয়েছিল ভিসি আলমগীরের সময়ে। ছাত্রদের কাপড়চোপড় খুলেও নির্যাতন করার নজির রয়েছে। এই জঘন্য ব্যক্তির ইউজিসির পদে থাকার সুযোগ নেই।’

শিক্ষার্থী গালিব জাহান বলেন, ‘ভিসি আলমগীর নিয়োগ বাণিজ্য ও প্রকল্পের টাকা লুটপাট করেছেন। সরকারি প্রকল্পের অর্থ তছরূপ করেছেন। তিনি ভিন্ন মত দমনে ছিলেন আগ্রাসী। তিনি কুয়েটকে ধ্বংস করেছেন। ইউজিসির চেয়ারম্যান থাকলে দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার ক্ষতি করবেন।’

মেকানিক্যাল বিভাগের সিনিয়র ল্যাব অ্যাটেন্ডেন্ট আতাউর রহমান বলেন, ‘ভিসি আলমগীর দলবাজ, আওয়ামী লীগপন্থি। নির্যাতনের চিত্রসহ বিচার চাইলেও তিনি ছিলেন ছাত্রলীগের পক্ষে থাকতেন নির্বিকার। সুইপার নিয়োগের ৮০ হাজার টাকা ভাগাভাগি নিয়ে কর্মচারী লীগ মারপিট করেছিল। কিন্তু ভিসি আলমগীর কোনও বিচার না করে ভিন্ন মত দমন করেছেন। ২৪ ঘণ্টার মধ্যে আলমগীরকে ইউজিসির পদ থেকে সরাতে হবে। পদত্যাগ চাই।’

/এমএএ/
সম্পর্কিত
রুয়েট কর্মকর্তাকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টানা ৩২ দিন ছুটি
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী বহিষ্কার
সর্বশেষ খবর
স্থানীয় সরকার নির্বাচনের দাবি জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্ত: বাংলাদেশ এলডিপি
স্থানীয় সরকার নির্বাচনের দাবি জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্ত: বাংলাদেশ এলডিপি
ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু
ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সর্বাধিক পঠিত
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল