X
বুধবার, ২৫ জুন ২০২৫
১০ আষাঢ় ১৪৩২

টঙ্গীতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৫

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে টঙ্গীর খাঁপাড়া এলাকায় স্থানীয় এশিয়া পাম্পের সামনের সড়কে শ্রমিকরা এই বিক্ষোভ করছেন।

এর আগে, ১৭ সেপ্টেম্বর একই দাবিতে সিজন ড্রেসেস লিমিটেড নামে ওই কারখানার শ্রমিকরা একই স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন।

শ্রমিকদের দাবিগুলো হলো– দেড় মাসের বকেয়া বেতন, ফেব্রুয়ারি ও মার্চ মাসের ওভারটাইমের টাকা, তিন বছরের অর্জিত ছুটির টাকা এবং প্রতি মাসের সপ্তম কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধ করতে হবে।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, ‘সিজন ড্রেসেস লিমিটেড কারখানার মালিক প্রতি মাসেই শ্রমিকদের বেতন নিয়ে ঝামেলা করেন। এর আগেও কয়েকবার শ্রমিকরা আন্দোলন করে বেতন আদায় করেছেন।’

শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, সিজন ড্রেসেস লিমিটেড পোশাক কারখানায় এক হাজার ৬০০ শ্রমিক কাজ করেন। ১৭ সেপ্টেম্বর জুলাই মাসের অর্ধেক এবং আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে কারখানা কর্তৃপক্ষ জুলাই মাসের অর্ধেক বেতন পরিশোধ করেন। বাকি অর্ধেক বেতন রবিবার (২২ সেপ্টেম্বর) পরিশোধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা সারা দিন অপেক্ষা করেন। কিন্তু কর্তৃপক্ষ বেতন দেয়নি। তাই শ্রমিকরা আবারও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন। প্রতি মাসেই সঠিক সময়ে বেতন দেয় না কর্তৃপক্ষ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে শ্রমিকরা মহাসড়কের দুদিক থেকে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। গাজীপুর শিল্প ও মহানগর পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করছে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) মোশারফ হোসেন বলেন, ‘শ্রমিকদের দাবি যৌক্তিক। তারা দেড় মাসের বেতন পাবেন। রবিবার জুলাই মাসের বাকি অর্ধেক বেতন পরিশোধের কথা দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। ওইদিন শ্রমিকেরা বেতনের জন্য সারা দিন কারখানায় বসে অপেক্ষা করলেও মালিক বেতন দেননি। এমনকি তাদের সঙ্গে কোনও যোগাযোগের চেষ্টাও করেননি। শ্রমিকরা বাধ্য হয়েই আজ সড়কে নেমেছেন।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের বৈঠকেও শ্রমিকদের পাওনা পরিশোধের সুরাহা হয়নি, আবারও আশ্বাসে আন্দোলন স্থগিত
আজও শ্রম ভবনে অবরুদ্ধ কারখানা মালিক, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
শ্রম ভবনের সামনে শ্রমিকদের একাংশের অবস্থান, মালিক অবরুদ্ধ
সর্বশেষ খবর
সচিবালয়ের ক্যান্টিন নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
সচিবালয়ের ক্যান্টিন নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ যুগান্তকারী, চীনকে বিএনপি
‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ যুগান্তকারী, চীনকে বিএনপি
আলোচনা ফলপ্রসূ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিডিআর সদস্যদের
আলোচনা ফলপ্রসূ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিডিআর সদস্যদের
সিরিজ জয়ের লক্ষ্যে ১৮ বছর পর কলম্বোতে নামছে বাংলাদেশ
সিরিজ জয়ের লক্ষ্যে ১৮ বছর পর কলম্বোতে নামছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
খিলক্ষেতে রেলের জায়গায় মন্দিরের সাইনবোর্ড, অপসারণের দাবি স্থানীয়দের
খিলক্ষেতে রেলের জায়গায় মন্দিরের সাইনবোর্ড, অপসারণের দাবি স্থানীয়দের
ফ্ল্যাট বিক্রিতে ধস, নির্মাণ খাতে ছাঁটাইয়ের শঙ্কা
ফ্ল্যাট বিক্রিতে ধস, নির্মাণ খাতে ছাঁটাইয়ের শঙ্কা
ক্রুদের প্রতি কঠোর নির্দেশনা জারি বিমানের
ক্রুদের প্রতি কঠোর নির্দেশনা জারি বিমানের
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে