ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পালকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী আন্দোলনে মিছিলে হামলার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোর রাতে নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকা থেকে তাকে গ্রেফতার হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ডিবি পুলিশ অসীম কুমারকে নাসিরনগর থানায় হস্তান্তর করেছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলার ঘটনায় মামলায় তিনি আসামি। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।