X
মঙ্গলবার, ২০ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

কুষ্টিয়ায় বছরের সর্বনিম্ন তাপমাত্রা, হিমেল বাতাসের সঙ্গে হাড়কাঁপানো শীত

কুষ্টিয়া প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৪, ১৪:৫০আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৪:৫০

কুষ্টিয়ায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিমেল বাতাসের সঙ্গে তীব্র শীত অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে জেলায় চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় কুষ্টিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা এই বছরের সর্বনিম্ন তাপমাত্রা। এই তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

এদিকে, হাড়কাঁপানো শীতে সারাদিনেও সূর্যের দেখা মেলেনি। বৃহস্পতিবার সকাল থেকে দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সকালের দিকে তীব্র কুয়াশায় যানবাহনও চলছে ধীরগতিতে। হাড়কাঁপানো শীতে চরম দুর্ভোগে পড়েছেন দরিদ্র ও স্বল্প আয়ের মানুষ। শীত থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে শরীর উষ্ণ রাখার চেষ্টা করছেন শীতার্ত মানুষেরা। প্রচণ্ড শীতে স্বাভাবিক চলাফেরাও অনেকটা থমকে গেছে। শীতের কারণে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। সরকারি হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকগুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। তীব্র শীতের কারণে কাজে যেতে পারছেন না সল্প আয়ের মানুষেরা। বিভিন্ন স্থানে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।

এদিকে, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কুষ্টিয়ায় গরম কাপড়ের চাহিদাও বেড়েছে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সদস্যদের আনাগোনা থাকায় ফুটপাতের বেচাকেনাই জমজমাট হয়ে উঠেছে। নতুন কাপড়ের দাম বৃদ্ধি যাওয়ায় পুরনো কাপড়ের দোকানের দিকে ঝুঁকছেন নিম্ন আয়ের মানুষেরা। শহরের এনএস রোডের পাবলিক লাইব্রেরি মাঠের সামনে, বঙ্গবন্ধু সুপার মার্কেটের সামনে, মিরপুর পশুহাটসহ বিভিন্ন স্থানে বসেছে পুরনো কাপড়ের পসরা।

কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এখন পর্যন্ত জেলায় সর্বনিম্ন। সামনে আরও তাপমাত্রা আরও কমবে।’

এ আবহাওয়া কর্মকর্তা আরও জানান, তাপমাত্রা কমলেও এটা শৈত্যপ্রবাহ নয়। তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার নিচে হলে সেটিকে শৈত্যপ্রবাহ বলা হয়।

/এমএএ/
সম্পর্কিত
দিনে গরম রাতে শীত, এ কেমন আবহাওয়া?
কুয়াশায় দুর্ঘটনা এড়াতে কী করা উচিত চালকদের
দেশের সর্বনিম্ন ৮.৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে শ্রীমঙ্গল
সর্বশেষ খবর
হায়দরাবাদের কাছে হেরে লখনউর বিদায়
হায়দরাবাদের কাছে হেরে লখনউর বিদায়
জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত ও নাগরিক হয়রানি বন্ধের দাবি
জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত ও নাগরিক হয়রানি বন্ধের দাবি
ইইউ’র বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের রেকর্ড অগ্রগতি
ইইউ’র বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের রেকর্ড অগ্রগতি
কুড়িগ্রামে বিএনপির কমিটি বাতিলের দাবিতে নেতাকর্মীদের কালো পতাকা মিছিল
কুড়িগ্রামে বিএনপির কমিটি বাতিলের দাবিতে নেতাকর্মীদের কালো পতাকা মিছিল
সর্বাধিক পঠিত
সিরাজগঞ্জে চাহিদার তুলনায় বেশি ৪ লাখ কোরবানির পশু
সিরাজগঞ্জে চাহিদার তুলনায় বেশি ৪ লাখ কোরবানির পশু
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
ক্ষমা চাইলেন ইশরাক
ক্ষমা চাইলেন ইশরাক
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত