X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

সুষ্ঠু ভোটার তালিকা ভোটাধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ: সিইসি

সাভার প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৫, ১৬:৫৩আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৯:১১

সপ্তমবারের মতো ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, ‘৫ আগস্টের বিপ্লব আমাদের অনেক সুযোগ এনে দিয়েছে। সেগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে, ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ। ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়নি, এ বিপ্লবের মাধ্যমে আমরা এই অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটি করতে হবে আমাদের। এই কাজটা করতে প্রথম ধাপ হচ্ছে সুষ্ঠু ভোটার তালিকা।’

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সাভার উপজেলা অডিটোরিয়াম কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘আমাদের ভোটের ট্রেনের যাত্রা করলো, এ যাত্রার মধ্যে প্রথম কাজটা হলো ভোটারদের সঙ্গে নিতে হবে। সঠিক ভোটার তালিকা না করতে পারলে আমাদের সঠিক অধিকার প্রতিষ্ঠা ব্যাহত হবে। আমরা অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পুরো দেশবাসীকে পাশে চাই। আমরা পুরো দেশবাসীর সহযোগিতা নিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো। যেদিন মানুষ ভোট দিতে পারবে, যেদিন বিনা দ্বিধায় ভয়ভীতিহীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, সেদিন আমরা মনে করি ভোটের অধিকার প্রতিষ্ঠা পাবে।’

ভোটাধিকার রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেন্দ্র দখল করতে না পারে, বাক্স কেড়ে নিতে না পারে– এমন জনপ্রতিনিধি গড়ে তুলতে হবে আমাদের। আমরা আমাদের অধিকার রক্ষার জন্য এক হতে পারি না? আমরা ভোটকেন্দ্র পাহারা দেবো, আমরা লাঠিসোঁটা নিয়ে ভোটকেন্দ্র দখল হতে দেবো না।’

জাতীয় নির্বাচন নিয়ে ইসি বলেন, ‘জাতীয় নির্বাচনটা হলো জাতীয় দায়িত্ব, যারা সরকারি চাকরি করেন এটা তারা সবাই জানেন। আপনারা আমাদের সহযোগিতা করুন এবং পুরো প্রক্রিয়াতে পদে পদে সহযোগিতা করুন। নারী ভোটারদের উদ্বুদ্ধ করুন, তারা যাতে ভোটের মূল্যটা বোঝেন এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে তাদের সঙ্গে নিন।’

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
প্রবাসীদের পাশাপাশি পুলিশ-আনসারদের জন্য প্রক্সি পদ্ধতিতে ভোট চায় লেবার পার্টি
সাভারে তৃতীয় শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
সর্বশেষ খবর
বাংলাদেশ দরিদ্র নয়, দুর্নীতিগ্রস্ত: সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ দরিদ্র নয়, দুর্নীতিগ্রস্ত: সমাজকল্যাণ উপদেষ্টা
বিতর্কিত নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে: মামুনুল হক
বিতর্কিত নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে: মামুনুল হক
প্লট বিক্রির নামে প্রতারণার অভিযোগ, পরিচালকের শাস্তি চান ভুক্তভোগীরা
প্লট বিক্রির নামে প্রতারণার অভিযোগ, পরিচালকের শাস্তি চান ভুক্তভোগীরা
নারী সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি হেফাজত আমিরের
নারী সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি হেফাজত আমিরের
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’