X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

মাদারগঞ্জে গ্যাসকূপ খনন শুরু

জামালপুর প্রতিনিধি 
২৪ জানুয়ারি ২০২৫, ২০:৩৮আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ২০:৫৮

জামালপুরের মাদারগঞ্জে গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকায় ‘জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন’ কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

পেট্রোবাংলা রূপকল্প-৩ প্রকল্পের আওতায় মাদারগঞ্জ উপজেলাকে অন্তর্ভুক্ত করে ২০১৭ সালে উপজেলার তারতাপাড়া এলাকায় গ্যাস অনুসন্ধান প্রকল্পের কাজ শুরু করা হয়। ১৬৭ কোটি টাকার ওই প্রকল্পে প্রায় ৬ একর ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন এবং লিংক রোড নির্মাণকাজ শেষে আজারবাইজানের গ্যাসকূপ খনন প্রতিষ্ঠান সকার (স্টেট ওয়েল কোম্পানি অব দ্য আজারবাইজান রিপাবলিক) খনন কাজ না করে চলে যায়। এ অবস্থায় দীর্ঘ সাত বছর পর জামালপুর-১ নামে প্রকল্পের আওতায় দেশি প্রতিষ্ঠান বাপেক্সের মাধ্যমে পুনরায় এই অনুসন্ধান কূপের খননকাজ উদ্বোধন করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘জামালপুর-১ অনুসন্ধান কূপ খননে খরচ হবে ১৬৮ কোটি টাকা। প্রাথমিকভাবে এখানে ৪০০ বিসিএফ গ্যাস পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। সে হিসেবে প্রতিদিন এখান থেকে দশ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে, যা জাতীয় গ্রিডে যোগ হবে। এখানে গ্যাস পাওয়া গেলে এবং আশেপাশে আরও কূপ খনন করলে এখানকার জনসাধারণের জীবনমান উন্নত হতে পারে।’

তিনি আরও বলেন, ‘গ্যাসের সংকট কমাতে আগামী দুই বছরে সারা দেশে ১০০টি নতুন গ্যাসকূপ খনন করা হবে। এ ছাড়াও পুরনো ৩১টি গ্যাসকূপ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।’

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রমের উদ্বোধনের আগে পেট্রোবাংলা ও বাপেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব। সভায় বক্তব্য দেন– পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক শোয়েব ও উপমহাব্যবস্থাপক মশিউর রহমান।

/এমএএ/
সম্পর্কিত
দেশীয় গ্যাসের উৎপাদন কমায় এলএনজিতেই ভরসা
পরিত্যক্ত ঘোষণা করা সেই কূপ থেকে দিনে পাওয়া যাচ্ছে ৮০ লাখ ঘনফুট গ্যাস
‘২০২৮ সাল মধ্যে ভোলায় ১৯টি গ্যাসকূপ খননের পরিকল্পনা আছে’
সর্বশেষ খবর
দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’