X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

যৌথ বাহিনীর অভিযানে ২০ টন ভেজাল সার জব্দ

শেরপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৫, ১৯:০৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৯:০৮

শেরপুরে সেনাবাহিনী, পুলিশ ও কৃষি অফিসের যৌথ অভিযানে ২০ টন অবৈধ ও ভেজাল জিপসাম সার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার একটি গুদাম থেকে এই সার জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি কিন্ডারগার্ডেনের পেছনে সেভেন কেআর বাংলাদেশ লিমিটেড নামে একটি সার মোড়কজাত কারখানায় এ অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও কৃষি অফিস।

এ সময় অবৈধ চালানে আনা বিভিন্ন ব্র্যান্ডের ও কোম্পানির ৪০০ বস্তায় ২০ টন সার জব্দ করা হয়। এসব সার ইন্ডিয়া জিপসাম, সেভেন গ্লোজিংক, সেভেন বোরনস নামে বাজারজাত করা হচ্ছিল। সেখানে বিভিন্ন কেমিক্যালের ড্রামও পাওয়া যায়। জব্দ সারের মূল্য প্রায় ৫ লাখ টাকা। অভিযানের সময় সেভেন কেআর বাংলাদেশ লিমিটেডের প্রোপাইটর রুবেল মিয়া পালিয়ে যায়।

অভিযানকালে সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের ক্যাপ্টেন এনএম নাহিয়ান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাফিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু বলেন, ‘জব্দ করা সার ঢাকা থেকে আনা হলেও চালান দেখানো হয়েছে জামালপুর জেলার এসএস ক্রপ কেয়ারের নামে। এই সারের কোনও চালানপত্র বা বৈধ কাগজপত্র নেই।’

তিনি আরও বলেন, ‘সেভেন কেয়ার বাংলাদেশ লিমিটেডের স্বত্বাধিকারী রুবেল সাপমারী গ্রামের আব্দুস সামাদের গুদাম ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ভেজাল সার ফয়েল প্যাকেটে ভরে বাজারজাত করে আসছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং সারগুলোর মান পরীক্ষার জন্য নমুনা ঢাকার ল্যাবে পাঠানো হবে।’

 

/এমএএ/
সম্পর্কিত
মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ দশ জন আটক
মোহাম্মদপুরে কিশোরীকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ: যৌথ অভিযানে গ্রেফতার ৪
মৌলভীবাজারে মাদ্রাসায় হামলা, আগ্নেয়াস্ত্রসহ আটক ৩
সর্বশেষ খবর
বিভিন্ন অভিযোগে রাজধানীতে ১১ জন গ্রেফতার
বিভিন্ন অভিযোগে রাজধানীতে ১১ জন গ্রেফতার
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার
কোচিং থেকে বিরতি নেবেন গার্দিওলা!
কোচিং থেকে বিরতি নেবেন গার্দিওলা!
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে