X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

যুব মহিলা লীগের নেত্রীকে না পেয়ে স্বামীকে নিয়ে গেলো পুলিশ

রাজশাহী প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩০

রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা যুবলীগের সভানেত্রী মৌসুমি রহমানের স্বামী ওহিদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পুঠিয়ার পঁচামাড়িয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে মৌসুমি রহমানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুঠিয়া উপজেলা।  

পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন। এরপর বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। তখনই তাকে গ্রেফতারের দাবি তোলা হয়। স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে পঁচামাড়িয়া বাজারে তার স্বামী ওহিদুরকে পিটুনি দেয়। পরে পুলিশ সেখান থেকে তাকে গ্রেফতার করে। তবে লিফলেট বিতরণ করার খবর পেয়ে মৌসুমির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা শাখার যুগ্ম সম্পাদক শাফিন তার ফেসবুক স্ট্যাট্যাসে পুঠিয়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন উপজেলা প্রশাসনকে। ‘একটা খুনি সংগঠন, একটা ফ্যাসিবাদীর সংগঠন কীভাবে এই সময় তাদের প্রচার চালায়?’ উল্লেখ করে প্রশাসনকে এই আল্টিমেটাম দেন তিনি।

মঙ্গলবার বিকালে আওয়ামী লীগের লিফলেট বিতরণ এবং দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পুঠিয়া উপজেলা চত্বর থেকে মিছিলটি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুঠিয়া থানার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সে সময় উপস্থিত ছিলেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মৌসুমিকে বাড়িতে পাওয়া যায়নি। সকালে স্থানীয় লোকজন তার স্বামী ওহিদুরকে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। ওহিদুর আওয়ামী লীগ কিংবা সহযোগী কোনও সংগঠনের পদে নেই। তবে তিনি আওয়ামী লীগের কর্মী।

তিনি আরও জানান, পাঁচ মাস আগে দায়ের হওয়া একটি নাশকতার মামলায় ওহিদুরকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতেও পাঠানো হয়েছে। সেখান থেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওহিদুর মামলার এজাহারভুক্ত আসামি নন। ‘তদন্তে প্রাপ্ত’ আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়েছে। মৌসুমি রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার