X
বুধবার, ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১

বিনা মেঘে বজ্রপাত, শুকনো তিস্তায় হঠাৎ উজানের ঢল

লালমনিরহাট প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪২

বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা ঘটেছে উত্তরাঞ্চলের তিস্তা নদীতে। শুষ্ক মৌসুমে হঠাৎ করে উজানের ঢল নেমে এসেছে। বৃষ্টি বাদল ছাড়াই এমন ঢলে তিস্তা চরের জমিতে মৌসুমের বিভিন্ন ফসলি তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন চরবাসী।

তিস্তার পানি বণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে ৪৮ ঘণ্টার কর্মসূচির ডাক দিয়েছিল ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ নামে একটি সংগঠন। পানিশূন্য নদীর বুকে তিস্তা বিধৌত উত্তরের পাঁচ জেলার লাখো মানুষ লাগাতার ওই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। ব্যাপক আলোচিত এই কর্মসূচি পালনের ঠিক দুদিন আগে আকস্মিকভাবে  শুকনো তিস্তায় দেখা গেছে উজানের ঢল।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন তিস্তা ব্যারাজের পানি পরিমাপক রুহুল আমিন। তিনি বলেন, বিকাল থেকে হঠাৎ উজান থেকে পানি আসতে শুরু করে। রাত ১১টা পর্যন্ত এক ফুটের মতো পানি বেড়েছে।পানি পাস করে দেওয়ার জন্য জলকপাটগুলো নিচ থেকে চার-পাঁচ ফুট করে খুলে রাখা হয়েছে।

তবে পানি বাড়লেও ফসলের ক্ষতি হবে না বলে জানালেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার। তিনি বলেন, কিছু পানি বেড়েছে। এতে ফসলের ক্ষতি হবে না। 

স্থানীয় কৃষক রাকিবুল ইসলাম বলেন, তিস্তার চরে তামাক, ভুট্টা আলু,পেঁয়াজ আর মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। পানি বৃদ্ধি পেলে তার ফসলের ক্ষতি হবে।

এদিকে, বিকালের পর থেকে নীলফামারীর ডালিয়ায় তিস্তায় পানি বাড়তে বাড়তে সন্ধ্যা পর্যন্ত হু-হু করে ঢল নেমে আসছে। ফলে সেচ কাজের জন্য নীলফামারীর ডালিয়াস্থ তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট বন্ধ রাখা হলেও তা ডালিয়া পানি উন্নয়ন কর্তৃপক্ষ পানি চাপে প্রথমে ৬টি ও পরে আরও ১০টি খুলে দেয়। 

রাতে পানি চাপ বেড়ে যাওয়ায় ৩০টি জলকপাট খুলে দেওয়া হয়েছে বলে জানা যায়। এদিন সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫০ দশমিক ১০ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। রবিবার সকাল ৬টায় পানি পরিমাপ করা হলে বোঝা যাবে কত পানি তিস্তায় এসেছে।

ডিমলা উপজেলার ঝাড়শিঙ্গেশ্বর চরের বাসিন্দা আছির উদ্দিন জানান, হঠাৎ করে তিস্তায় ঢল নেমে চরের ফসলি জমিতে প্রবেশ করছে। এতে চরের জমিতে থাকা বোরো, গম, আলু, মরিচ, বাদাম তলিয়ে যেতে পারে। এতে চরম ক্ষতির মুখে পড়তে হবে। 

/এএম/এমএস/
সম্পর্কিত
তিস্তা নিয়ে আলোচনা হয়নি নদী কমিশনের বৈঠকে
তিস্তার জলে ভোট আনতে চায় বিএনপি?
ভারত গড়িমসি করলে পানির ন্যায্যতা আমাদের আদায় করতে হবে: তারেক রহমান
সর্বশেষ খবর
হ্যান্ডবলে ৩৪ বছরের শাসনের অবসান, সালাউদ্দিনের হাতে ব্যাটন
হ্যান্ডবলে ৩৪ বছরের শাসনের অবসান, সালাউদ্দিনের হাতে ব্যাটন
নিজ বাসা থেকে মাদ্রাসার মুহাদ্দিসের গলাকাটা লাশ উদ্ধার
নিজ বাসা থেকে মাদ্রাসার মুহাদ্দিসের গলাকাটা লাশ উদ্ধার
এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র আটক, ক্যুর অভিযোগ বিরোধী দলের
এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র আটক, ক্যুর অভিযোগ বিরোধী দলের
পহেলা বৈশাখে অন্তর্ভুক্তিমূলক শোভাযাত্রার আয়োজন করবে সরকার
পহেলা বৈশাখে অন্তর্ভুক্তিমূলক শোভাযাত্রার আয়োজন করবে সরকার
সর্বাধিক পঠিত
প্রশাসনে চলছে চাপা ক্ষোভ ও উত্তেজনা
প্রশাসনে চলছে চাপা ক্ষোভ ও উত্তেজনা
নাজমুল হাসান পাপনের দেখা মিললো লন্ডনে
নাজমুল হাসান পাপনের দেখা মিললো লন্ডনে
রাজধানীতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, আহত ১২ পুলিশ
রাজধানীতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, আহত ১২ পুলিশ
সরকারের হস্তক্ষেপে ৭৫% কমলো এয়ার টিকিটের মূল্য
সরকারের হস্তক্ষেপে ৭৫% কমলো এয়ার টিকিটের মূল্য
রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাথমিকের শিক্ষক গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাথমিকের শিক্ষক গ্রেফতার