X
শুক্রবার, ১৩ জুন ২০২৫
৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

আতঙ্কের নাম পূর্বাচলের ‘৩০০ ফিট’

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০৩ মার্চ ২০২৫, ০০:০১আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০০:০১

রাজধানীর ব্যস্ত জীবনে একটু বিরামের জন্য অনেকেই এখন আশপাশের লোকেশন খোঁজেন। যেখান থেকে কর্মব্যস্ততার ফাঁকে একটু আড্ডা দিয়ে আসা যাবে। সম্প্রতি এক্ষেত্রে পছন্দের তালিকায় উঠে এসেছে পূর্বাচলের ‘৩০০ ফিট’ সড়কের নাম। মানুষের চাহিদার কথা মাথায় রেখে এর পাশে গড়ে উঠেছে বেশ কিছু রেস্তোরাঁও; যেখানে জনপ্রিয়তা পেয়েছে হাঁসের মাংসসহ নানা পদের খাবার। দিনের আলোতে যতটা উপভোগ্য, রাতের আঁধারে ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে পূর্বাচল উপশহর। এখানে প্রতিনিয়তই নিত্যনতুন কৌশলে ঘটছে ছিনতাই, ডাকাতি, খুনসহ নানা ধরনের অপরাধ। গেলো কয়েক মাসে পূর্বাচল থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি মরদেহ। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে প্রবাসীর গাড়ি আটকে ডাকাতির ঘটনা ঘটেছে চারটি। এই এলাকায় প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনাও ঘটেছে।

লাশ উদ্ধারের ঘটনায় বিচার চেয়ে থানায় মামলা ও ডাকাতির ঘটনায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তবে, ডাকাতির কোনও ঘটনার রহস্য প্রশাসন বের করতে পারেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের।

সম্প্রতি পূর্বাচল এলাকা ঘুরে দেখা যায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পূর্বাচল উপশহর প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় এখানে জনবসতি নেই বললেই চলে। চারপাশ প্রায় ফাঁকা। তবে এখানকার খোলামেলা পরিবেশ ও মুক্ত বাতাস মনকাড়ে যে কারোরই। দিনে এখানকার সৌন্দর্য উপভোগ্য হলেও রাত নামার সঙ্গে সঙ্গে বেড়ে যায় আতঙ্ক। পূর্বাচলের ৩০টি সেক্টরের ভেতরে প্রায়ই ঘটছে ডাকাতি-ছিনতাই-খুনসহ নানা অপরাধ।

গত ৬ জানুয়ারি সকালে পূর্বাচলের গুতিয়াবো এলাকা থেকে নৃত্যশিল্পী রাণী বেগমের (২৯) গলা কাটা লাশ ও হত্যায় ব্যবহৃত ছোরা উদ্ধার করে পুলিশ।

পূর্বাচলের বেশিরভাগ এলাকাই জনমানবশূন্য, যে কারণে অপরাধীদের তৎপড়তা বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা

এরও আগে গত ১৭ ডিসেম্বর পূর্বাচলের দুই নম্বর সেক্টরের চার নম্বর সেতুর লেকের পানি থেকে সুজানা (২২) নামে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। পরের দিন ১৮ ডিসেম্বর একই লেক থেকে সুজানার বন্ধু নবম শ্রেণির শিক্ষার্থী কাব্যের লাশও উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছিলেন, এটি একটি দুর্ঘটনা। কিন্তু সুজানার মা চম্পা বেগম ও কাব্যের বাবা হারুন অর রশীদ দাবি করেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানান তারা।
 
তার আগে ১৩ নভেম্বর পূর্বাচলের ৩০০ ফিট সড়ক সংলগ্ন কাঞ্চন ব্রিজের পশ্চিম পাশের লেকের পানি থেকে পলিথিনে মোড়ানো নারায়ণগঞ্জের ডাইং ব্যবসায়ী জসিম উদ্দিনের সাত টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। ওই মাসেরই ২৪ তারিখ গাজীপুরের পূবাইল থানার কাজীপাড়া এলাকার অটোচালক বাবুল মিয়ার লাশ পূর্বাচলের আগলা এলাকার ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়।

এছাড়া ৭ জানুয়ারি ভোরে পুলিশ পরিচয়ে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের কাদিরারটেক এলাকায় দুবাই প্রবাসী কয়েছ ও রুহুল আমিনের গাড়ি থামিয়ে চেকিংয়ের নাম করে তাদের সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। ওই রাতেই পূর্বাচলের ৩০০ ফিট সড়কের স্টেডিয়াম এলাকায় পুলিশের পরিচয়ে মালয়েশিয়া প্রবাসী আমজাদ হোসেনের গাড়ি থামিয়ে চেকিংয়ের নামে ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ওই ডাকাত দল। 

সড়কটিতে চলাচল বেড়েছে রাজধানীর পূর্বাঞ্চলের মানুষদের

এর আগে, ২০ ডিসেম্বর সৌদি প্রবাসী আহসান হাবিব তার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায় যাওয়ার পথে ভোর সাড়ে ৪টার দিকে পূর্বাচলের জলসিঁড়ি এলাকায় আনসার বাহিনীর পরিচয়ে গাড়ি থামায়। চেকিংয়ের কথা বলে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। ২ সেপ্টেম্বর গভীর রাতে পূর্বাচলের আট নম্বর সেক্টরের বাসিন্দা প্রবাসী আল আমিনের বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে বাড়ির লোকজনকে বেঁধে জিম্মি করে তাদের পিটিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। ডাকাতির প্রতিটি ঘটনায় থানায় অভিযোগ করেও কোনও ফল মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা ঘটনার রহস্য বের করতে পারেনি পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার করে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ‘নৃত্যশিল্পী রাণী বেগম, ব্যবসায়ী জসিম উদ্দিন হত্যা ও অটোচালক বাবুল মিয়া হত্যায় জড়িতদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আর সুজানা ও কাব্যের লাশ উদ্ধারের ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে, পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে নিশ্চিত করে বলা যাবে ঘটনাটি কী ছিল।’

তিনি আরও বলেন, ‘পূর্বাচল উপশহরটি প্রায় ফাঁকা। এখানে জনবসতি নেই বললেই চলে। তাই অপরাধীরা এই জায়গাটিকে ব্যবহার করে। তবে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সবাই কাজ করছে। আশা করছি শিগগিরই এই এলাকায় এসব অপরাধ কমে আসবে।’

/ইউএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
এখনও কাটেনি ছুটির আমেজ, নগরীতে নীরবতা
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ১৫৯
রাজধানীতে এখনও ছুটির আমেজ, সড়কে স্বস্তির ছোঁয়া
সর্বশেষ খবর
‘একটা দলকে খুশি করতে বাংলাদেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে’
‘একটা দলকে খুশি করতে বাংলাদেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে’
নিখোঁজের ২ দিন পরে যমুনায় ভেসে উঠলো কলেজশিক্ষার্থীর মরদেহ
নিখোঁজের ২ দিন পরে যমুনায় ভেসে উঠলো কলেজশিক্ষার্থীর মরদেহ
ইসরায়েলি হামলায় ইরানে নিহত অন্তত ৭৮, আহত শতাধিক
ইসরায়েলি হামলায় ইরানে নিহত অন্তত ৭৮, আহত শতাধিক
পদক জেতার লক্ষ্যে সিঙ্গাপুরে যাচ্ছেন ১১ আর্চার
পদক জেতার লক্ষ্যে সিঙ্গাপুরে যাচ্ছেন ১১ আর্চার
সর্বাধিক পঠিত
নিহতদের পরিবারকে এক কোটি রুপি করে দেবে টাটা গ্রুপ
নিহতদের পরিবারকে এক কোটি রুপি করে দেবে টাটা গ্রুপ
নিজ এলাকায় অবরুদ্ধ নুর, সেনাবাহিনী যাওয়ার পর ফিরলেন ডাকবাংলোয়
নিজ এলাকায় অবরুদ্ধ নুর, সেনাবাহিনী যাওয়ার পর ফিরলেন ডাকবাংলোয়
টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ড. ইউনূস: বিবিসি
টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ড. ইউনূস: বিবিসি
আলাপের আগে যে আলাপ হলো ড. ইউনূস-তারেকের মাঝে
আলাপের আগে যে আলাপ হলো ড. ইউনূস-তারেকের মাঝে
ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার বৈশ্বিক প্রতিক্রিয়া
ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার বৈশ্বিক প্রতিক্রিয়া