X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

বেনাপোলে ভ্রমণকর জালিয়াত চক্রের হোতা আটক

বেনাপোল প্রতিনিধি
১০ মার্চ ২০২৫, ১৮:০৩আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৮:০৩

বেনাপোলে ভ্রমণকর পরিশোধের জাল তথ্য সরবরাহ চক্রের হোতাকে আটক করেছে বন্দর কর্তৃপক্ষ। সোমবার (১০ মার্চ) বেলা ৩টার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে শামীম হোসেন (৩৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

শামিম বেনাপোল পোর্ট থানার স্থানীয় সাদিপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে। এর আগেও একই অপরাধে সে তিন বার পুলিশের হাতে আটক হয়েছিল। ওই মামলায় জামিনে রয়েছে শামিম।

বন্দর সূত্রে জানা যায়, দুই জন ভারতীয় পাসপোর্টধারী যাত্রী ‘বেনাপোল ট্রাভেল পয়েন্ট’ নামে একটি কম্পিউটারের দোকান থেকে অনলাইনে ভ্রমণকর পরিশোধ করে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের কাস্টমস তল্লাশি কেন্দ্রে যান। সেখানে দায়িত্বরত কাস্টমসের সদস্যরা তাদের ভ্রমণকর পরিশোধের রিসিট জাল শনাক্ত করেন। পরে টার্মিনালে দায়িত্বরত এপিবিএন পুলিশের হাতে তাদের তুলে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। সেখানে যাচাই-বাছাই শেষে প্রমাণ হয় জাল ভ্রমণকরের বিষয়টি।

এ সময় যাত্রীদের কাছে জানতে চাওয়া হয়, কোথা থেকে তারা এ ভ্রমণকর কেটেছেন? দোকানের ঠিকানা মোতাবেক বেনাপোল চেকপোস্টের ‘বেনাপোল ট্রাভেল পয়েন্ট’ থেকে জালিয়াতির অভিযোগে শামিম হোসেনকে বেনাপোল পোর্ট থানা পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে শামিম স্বীকার করেন, ওই দুই ভারতীয়কে জাল ভ্রমণকর সরবরাহ করেছেন তিনি। এ সময় তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং পাসপোর্টধারী দুই জনকে পুনরায় সোনালী ব্যাংকের বুথ থেকে ভ্রমণকর পরিশোধ সাপেক্ষে ভারতে যাওয়ার অনুমতি দেয় কাস্টমস কর্তৃপক্ষ।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ভ্রমণকর জালিয়াতির অভিযোগে একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে বেনাপোল চেকপোস্ট কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ। কর ফাঁকির আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান থানার ওই কর্মকর্তা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম রবিবারের ভাষণে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও
প্রথম রবিবারের ভাষণে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব বিটুসহ কারাগারে ৩
শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব বিটুসহ কারাগারে ৩
অতিরিক্ত ঘাম কমাতে এই ১১ টিপস মেনে চলুন
অতিরিক্ত ঘাম কমাতে এই ১১ টিপস মেনে চলুন
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো