X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী মা ও শিশুসন্তান নিহত

বগুড়া প্রতিনিধি
১২ মার্চ ২০২৫, ১৭:১৩আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৭:২০

বগুড়ার দুপচাঁচিয়ায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী তিন বছরের মেয়ে শিশুসহ গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পাকরাইল এলাকায় দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন দিয়েছেন।

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

নিহতরা হলেন– বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আবু বক্করের স্ত্রী রোকসানা পারভিন (২৭) এবং তাদের তিন বছরের মেয়ে রাহিমা খাতুন রাহি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গৃহবধূ রোকসানা পারভিন শিশুসন্তান রাহিমা খাতুন রাহিকে নিয়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের বেড়াগ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে বুধবার দুপুরে তিনি মেয়েকে নিয়ে অটোরিকশা ভ্যানে স্বামীর বাড়ি ফিরছিলেন। বেলা পৌনে ১টার দিকে অটোরিকশা ভ্যান দুপচাঁচিয়া উপজেলার পাকরাইল এলাকায় দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে পৌঁছে। এ সময় একই দিক থেকে আসা মিনি ট্রাকের (বগুড়া-ড-১১-২০১২) চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা দেয়। এতে মা ও মেয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

এলাকাবাসী রোকসানা পারভিনকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথের মধ্যে তিনি মারা যান।

এদিকে, দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যান। বিক্ষুব্ধ জনতা আগুন দিয়ে ট্রাকটি জ্বালিয়ে দেন।

দুপচাঁচিয়া থানার এসআই তারেক ও এসআই আলহাজ জানান, পুড়ে যাওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ছাড়া আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে দুপচাঁচিয়া থানায় দুর্ঘটনা আইনে মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩০ 
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
বসিলা ব্রিজে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত দুই যাত্রী
সর্বশেষ খবর
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’