X
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী মা ও শিশুসন্তান নিহত

বগুড়া প্রতিনিধি
১২ মার্চ ২০২৫, ১৭:১৩আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৭:২০

বগুড়ার দুপচাঁচিয়ায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী তিন বছরের মেয়ে শিশুসহ গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পাকরাইল এলাকায় দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন দিয়েছেন।

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

নিহতরা হলেন– বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আবু বক্করের স্ত্রী রোকসানা পারভিন (২৭) এবং তাদের তিন বছরের মেয়ে রাহিমা খাতুন রাহি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গৃহবধূ রোকসানা পারভিন শিশুসন্তান রাহিমা খাতুন রাহিকে নিয়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের বেড়াগ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে বুধবার দুপুরে তিনি মেয়েকে নিয়ে অটোরিকশা ভ্যানে স্বামীর বাড়ি ফিরছিলেন। বেলা পৌনে ১টার দিকে অটোরিকশা ভ্যান দুপচাঁচিয়া উপজেলার পাকরাইল এলাকায় দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে পৌঁছে। এ সময় একই দিক থেকে আসা মিনি ট্রাকের (বগুড়া-ড-১১-২০১২) চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা দেয়। এতে মা ও মেয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

এলাকাবাসী রোকসানা পারভিনকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথের মধ্যে তিনি মারা যান।

এদিকে, দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যান। বিক্ষুব্ধ জনতা আগুন দিয়ে ট্রাকটি জ্বালিয়ে দেন।

দুপচাঁচিয়া থানার এসআই তারেক ও এসআই আলহাজ জানান, পুড়ে যাওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ছাড়া আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে দুপচাঁচিয়া থানায় দুর্ঘটনা আইনে মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার
পাবনায় অটোরিকশায় বাসের ধাক্কা, স্বামী-স্ত্রী-সন্তানসহ নিহত ৪
ছুরিকাঘাতে যুবককে হত্যা, মাইকে ঘোষণা দিয়ে আসামিদের বাড়ি পুড়িয়ে দিলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
বেবিচকের এভসেক বিভাগের আন্দোলনের নেপথ্যে কারা
বেবিচকের এভসেক বিভাগের আন্দোলনের নেপথ্যে কারা
২৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাবা পেলেন ছেলের লাশ
অনলাইনে ‘প্রেম’ পরে অপহরণ২৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাবা পেলেন ছেলের লাশ
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯১
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯১
পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
সর্বাধিক পঠিত
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত
আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত