X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

গাইবান্ধায় হেরোইন উদ্ধার মামলায় ৩ জনের যাবজ্জীবন

গাইবান্ধা প্রতিনিধি 
১৭ এপ্রিল ২০২৫, ১৭:৩৬আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৭:৩৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় দায়ের হওয়া ৫৯০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর দুই আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আতিকুর রহমান এই দণ্ডাদেশ দেন। রায়ের আগে দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 

দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলো– রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে সোহেল রানা (৪১); একই গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৩৭); আসাদুল ইসলাম (৩২)। দণ্ডপ্রাপ্ত তিন জনই গ্রেফতারের পর থেকে গাইবান্ধা জেলা কারাগারে ছিল। 

এ ছাড়া খালাস পাওয়া দুই আসামি হলো– শ্রীমন্তপুর গ্রামের শফিকুল ইসলাম (৪৫) ও আনারুল ইসলাম (৪০)। তারা দুই জন জামিনে ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম প্রামাণিক জানান, ৫৯০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় আদালতে বিচারিক প্রক্রিয়ায় তদন্তকারী কর্মকর্তাসহ নয় জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। রায়ের দিন আদালতে দীর্ঘ শুনানি শেষে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই জনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে পাঠানো হয়।

মামলার বরাত দিয়ে জেলা জজ আদালতের স্ট্যানোগ্রাফার সাইদুর রহমান জানান, ২০২১ সালে ১৬ জুলাই গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বেচাকেনার উদ্দেশে আসামিরা একটি ট্রাকসহ অবস্থান করছিল। গোপন সংবাদে অভিযান চালিয়ে রংপুর-ঢাকা মহাসড়কের একটি পেট্রোল পাম্পের সামনে থাকা ট্রাকটি তল্লাশি করে তাদের আটক করেন গাইবান্ধা র‍্যাব-৩-এর সদস্যরা। এ সময় ট্রাকের কেবিনে থাকা পলিথিনে মোড়ানো দুটি প্যাকেটে থাকা ১৫ লাখ টাকা মূল্যের ৫৯০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় আটক পাঁচ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। 

/এমএএ/
সম্পর্কিত
কারাগারে মাদক সরবরাহ করতে গিয়ে নিজেই কারাগারে
এক মণ গাঁজাসহ দুজন গ্রেফতার
সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় ইয়াবাসহ মাদক কারবারি আটক
সর্বশেষ খবর
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট