X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সংস্কারের পর নির্বাচনের দাবিতে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, ০১:৩২আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০১:৩২

সংস্কারের পর নির্বাচনের দাবিতে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জের একদল শিক্ষার্থী।  শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে শহরের চাষাঢ়া এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে তারা সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন।

এ সময় বক্তারা বলেন, ‘গত ১৭ বছর মানুষ নির্বাচনে ভোট দিতে পারেনি, কিন্তু এখন দেশের অধিকাংশ মানুষই নির্বাচন চায় না। তারা চায় আগে সংবিধান ঠিক হোক, তারপর নির্বাচন দেওয়া হোক। আপনারা জনগণের মতামত নেন, একটা গণপরিষদ নির্বাচন করে দেখুন, অধিকাংশ মানুষই এবার ভোটের বিপক্ষে। আমরা নারায়ণগঞ্জ থেকে সর্বপ্রথম আওয়াজ উঠিয়েছি। এখন এই আওয়াজ বাকি ৬৩ জেলায় গিয়ে জড়ো হবে। খুনি হাসিনার বিচার আর দেশ সংস্কারের আগে কোনও নির্বাচন হবে না।’

বক্তারা আরও বলেন, ‘আপনারা যারা নির্বাচন রোড ম্যাপ চাচ্ছেন, সংস্কার চাচ্ছেন না। তাদের বলছি, আমরাও নির্বাচন চাই, তবে তার আগে জুলাই হত্যার বিচার, সংবিধান সংস্কার, বিচার ব্যবস্থা সংস্কার, শিক্ষা ব্যবস্থার সংস্কার, ব্যাংকিং খাত সংস্কার, আইনশৃঙ্খলা সংস্কার, সরকারি নিয়োগ ব্যবস্থা সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কারসহ সব সেক্টরের সংস্কার চাই। এসব সংস্কারের পরে নির্বাচনে গেলে আমাদের কোনও আপত্তি নেই।

‘তবে এখন যারা নির্বাচন নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলছেন তাদের কথার সঙ্গে দিল্লির এবং পতিত আওয়ামী লীগের কথার সুর প্রায় এক হয়ে যাচ্ছে। তাদের এ কথার মধ্যে স্বৈরাচারের গন্ধ পাচ্ছি। আপনারা যদি দেশের ভালো চান, আপনাদের কাছে যদি দেশ বড় হয়ে থাকে তাহলে ইউনূসের হাতকে শক্তিশালী করুন। আমরা চাচ্ছি না, মৌলিক সংস্কারের আগে নির্বাচন হোক।’

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী মো. আলিফ দেওয়ান, রবিউল ইসলাম রবিন, আল আমিন বিন আরশাদ আলী, ফাহিম খন্দকার অনিক ও রাব্বী ইসলাম নিলয়সহ অনেকে।

এর আগে, ১৪ এপ্রিল একই দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন এই শিক্ষার্থীরা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার