X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

রংপুর প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫, ২১:০০আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ২১:০০

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ এনে ক্যাম্পাসে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সড়কে এ প্রতিবাদ করেন তারা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

এ সময় অভিযুক্তদের শাস্তি দাবি করে বেশ কয়েকজন শিক্ষার্থী প্রতীকী কুশপুত্তলিকা বানিয়ে তাতে জুতাপেটা করে প্রতিবাদ জানান।

বিক্ষোভে অংশ নেওয়া বেরোবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দুই শিক্ষক রমীদুল ইসলাম ও অতুল চন্দ্রের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানি ও নম্বর টেম্পারিংয়ের অভিযোগ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আমাদের সবার দাবি একটাই, এসব কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের এমন শাস্তি দেওয়া হয় যাতে ভবিষ্যতে অন্য কেউ এমন ন্যাক্কারজনক কাজ করতে না পারে।’ 

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রহমান আলী বলেন, ‘যৌন নিপীড়নের বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদা সেল থাকা উচিত। আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে যৌন হয়রানি, নম্বর বাড়িয়ে দেওয়াসহ অনেকগুলো বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথপোথন দেখেছি। কিন্তু এখনও অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, ‘আমরা একটি যৌন হয়রানির অভিযোগ পেয়েছি। ওই ঘটনায় তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিন কার্যদিবসে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

তিনি আরও বলেন, ‘আরও কিছু অভিযোগ ফেসবুকে ঘুরছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ নিয়ে এলে দায়ীদের চিহ্নিত করা যায়, কিন্তু অনেকেই অভিযোগ করেন না।’

অভিযোগ ওঠা পরিসংখ্যান বিভাগের শিক্ষক রশীদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। অন্যদিকে শিক্ষার্থীদের নম্বর কম দেওয়ার অভিযোগ ওঠা শিক্ষক অতুল রায়ও ফোন রিসিভ করেননি।

সার্বিক বিষয়ে উপাচার্য প্রফেসর ড. শওকত আলী বলেন, ‘যৌন নিপীড়নের একটি সেল গঠন করা হয়েছে।  সেখানে যে-কেউ অভিযোগ দিতে পারবেন। আর পরিসংখ্যান বিভাগের যে অভিযোগপত্র এসেছে সেটির জন্য কমিটি গঠন করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
বিতর্কের মুখে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগ
ভর্তি পরীক্ষায় শিক্ষকদের উপস্থিতি পত্রে শেখ মুজিবের ছবি
বেরোবির সব আবাসিক হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ
সর্বশেষ খবর
ফজলুর রহমানের মন্তব্য ব্যক্তিগত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিফজলুর রহমানের মন্তব্য ব্যক্তিগত
বিএসএফ দুই বাংলাদেশিকে হস্তান্তরের পর দুই ভারতীয়কে ফেরত দিলো বিজিবি
বিএসএফ দুই বাংলাদেশিকে হস্তান্তরের পর দুই ভারতীয়কে ফেরত দিলো বিজিবি
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা 
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা 
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া