X
রবিবার, ১৫ জুন ২০২৫
১ আষাঢ় ১৪৩২

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

রংপুর প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫, ২১:০০আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ২১:০০

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ এনে ক্যাম্পাসে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সড়কে এ প্রতিবাদ করেন তারা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

এ সময় অভিযুক্তদের শাস্তি দাবি করে বেশ কয়েকজন শিক্ষার্থী প্রতীকী কুশপুত্তলিকা বানিয়ে তাতে জুতাপেটা করে প্রতিবাদ জানান।

বিক্ষোভে অংশ নেওয়া বেরোবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দুই শিক্ষক রমীদুল ইসলাম ও অতুল চন্দ্রের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানি ও নম্বর টেম্পারিংয়ের অভিযোগ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আমাদের সবার দাবি একটাই, এসব কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের এমন শাস্তি দেওয়া হয় যাতে ভবিষ্যতে অন্য কেউ এমন ন্যাক্কারজনক কাজ করতে না পারে।’ 

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রহমান আলী বলেন, ‘যৌন নিপীড়নের বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদা সেল থাকা উচিত। আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে যৌন হয়রানি, নম্বর বাড়িয়ে দেওয়াসহ অনেকগুলো বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথপোথন দেখেছি। কিন্তু এখনও অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, ‘আমরা একটি যৌন হয়রানির অভিযোগ পেয়েছি। ওই ঘটনায় তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিন কার্যদিবসে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

তিনি আরও বলেন, ‘আরও কিছু অভিযোগ ফেসবুকে ঘুরছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ নিয়ে এলে দায়ীদের চিহ্নিত করা যায়, কিন্তু অনেকেই অভিযোগ করেন না।’

অভিযোগ ওঠা পরিসংখ্যান বিভাগের শিক্ষক রশীদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। অন্যদিকে শিক্ষার্থীদের নম্বর কম দেওয়ার অভিযোগ ওঠা শিক্ষক অতুল রায়ও ফোন রিসিভ করেননি।

সার্বিক বিষয়ে উপাচার্য প্রফেসর ড. শওকত আলী বলেন, ‘যৌন নিপীড়নের একটি সেল গঠন করা হয়েছে।  সেখানে যে-কেউ অভিযোগ দিতে পারবেন। আর পরিসংখ্যান বিভাগের যে অভিযোগপত্র এসেছে সেটির জন্য কমিটি গঠন করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার নয় মাস পর বেরোবি রেজিস্ট্রারের মামলা
আবু সাঈদের হত্যাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা না করায় বিক্ষোভ
বিতর্কের মুখে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগ
সর্বশেষ খবর
বিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে উৎপাদন আংশিক স্থগিত
ইরানে ইসরায়েলি হামলাবিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে উৎপাদন আংশিক স্থগিত
ইসরায়েল-ইরান সংঘাতে তেহরানেই আটকা ইন্টার মিলান ফুটবলার 
ইসরায়েল-ইরান সংঘাতে তেহরানেই আটকা ইন্টার মিলান ফুটবলার 
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়া প্রসঙ্গ বিবিসিকে যা বললেন প্রধান উপদেষ্টা
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়া প্রসঙ্গ বিবিসিকে যা বললেন প্রধান উপদেষ্টা
সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য, ১০ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস
সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য, ১০ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস
সর্বাধিক পঠিত
এত বড় জাহাজ এর আগে মোংলায় আসেনি
এত বড় জাহাজ এর আগে মোংলায় আসেনি
পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন গ্রেফতার
পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন গ্রেফতার
আবারও বেড়েছে স্বর্ণের দাম
আবারও বেড়েছে স্বর্ণের দাম
ফেনীতে চিকিৎসকের চেম্বার ভাঙচুর-লুটপাট করলেন যুবদল নেতা
ফেনীতে চিকিৎসকের চেম্বার ভাঙচুর-লুটপাট করলেন যুবদল নেতা
সারা দেশে একদিনে গ্রেফতার ১৪৫২
সারা দেশে একদিনে গ্রেফতার ১৪৫২