X
বুধবার, ১৪ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ব্যবসায়ীর ওপর হামলা করে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১৩ মে ২০২৫, ২১:০৫আপডেট : ১৩ মে ২০২৫, ২১:০৫

চট্টগ্রামের মীরসরাইয়ে নিয়াজ মোর্শেদ (৩২) নামে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে দুর্বৃত্তরা প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১২ মে) রাত সাড়ে ১০টায় উপজেলার মিঠানালা কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে ডোমখালী-বিষুমিয়ারহাট সড়কের ওপর এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

উপজেলার ৭নং কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর বাজারে ভূঁইয়া ট্রেডার্স নামে একটি হার্ডওয়্যারের দোকান রয়েছে নিয়াজ মোর্শেদের। তিনি উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম আবু তাহের ভূঁইয়ার ছোট ছেলে।

এসএম আবু তাহের ভূঁইয়া বলেন, ‘সোমবার রাত সাড়ে ১০টায় দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় আমার ছেলে নিয়াজ মোর্শেদ ও কার্পেন্টার মিস্ত্রি নাসির উদ্দিনের পথ রোধ করে অতর্কিত হামলা করে দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পরা অজ্ঞাত ছয় যুবক। তারা চাপাতি ও চুরি দিয়ে আমার ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করে। তার বাঁ হাত, কনুইসহ একাধিক জায়গায় জখম হয়েছে। নিয়াজের সঙ্গে থাকা দোকানের ব্যবসায়িক প্রায় ৫ লাখ টাকা তারা ছিনিয়ে নেয়। তাদের হাত থেকে বাঁচার জন্য সে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলার সময় নাসির উদ্দিনও পাশের বাড়িতে আশ্রয় নিয়ে রক্ষা পায়।’

তিনি আরও বলেন, ‘নিয়াজ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়। সে শুধু আমাদের পারিবারিক ব্যবসা দেখাশোনা করতো। পারিবারিক শত্রুতাবশত নাকি ছিনতাইয়ের উদ্দেশ্যে তার ওপর হামলা হয়েছে, সেটি বুঝতে পারছি না। তাকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়।’ মঙ্গলবার দুপুরে নিয়াজকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার রাজু সিংহ বলেন, ‘সোমবার রাত সাড়ে ১১টায় নিয়াজ মোর্শেদ নামে এক যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের কোপের আঘাত ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

মীরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘হামলার বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনিয়ম-দুর্নীতির অভিযোগে বিতর্কিতভাবে শেষ হলো জাতীয় কারাতে প্রতিযোগিতা
অনিয়ম-দুর্নীতির অভিযোগে বিতর্কিতভাবে শেষ হলো জাতীয় কারাতে প্রতিযোগিতা
২৭ সাংবাদিকসহ ৮০ জনের বিরুদ্ধে মামলার আবেদন জাতীয়তাবাদী আইনজীবীর
২৭ সাংবাদিকসহ ৮০ জনের বিরুদ্ধে মামলার আবেদন জাতীয়তাবাদী আইনজীবীর
পরিবেশবান্ধব কারখানায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল
পরিবেশবান্ধব কারখানায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম
সর্বাধিক পঠিত
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন