X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

গোলামি থেকে মুক্তি পেয়েছি, আগামীতে আমরা আমাদের রাষ্ট্র বিনির্মাণ করবো: নাহিদ ইসলাম

কুষ্টিয়া প্রতিনিধি
০৮ জুলাই ২০২৫, ১৮:৪৭আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৯:০৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা স্পষ্টভাবে স্লোগান তুলেছি, গোলামি নয়, আজাদি চাই আমরা। ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। আগামী দিনে বাংলাদেশে স্বাধীনভাবে মর্যাদার সঙ্গে আমরা দাঁড়াবো। আমরা আমাদের রাজনীতি, রাষ্ট্র বিনির্মাণ করবো। কুষ্টিয়ার আবরার ফাহাদ, কুষ্টিয়া শহীদ ইয়ামিন আমাদের সেই শিক্ষা দিয়েছেন। আমরা সেই আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করি।’

জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৮ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া শহরের বড়বাজার থেকে পদযাত্রা শেষে পাঁচ রাস্তার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে নাহিদ ইসলাম শহীদদের স্মরণ করে বলেন, ‘কুষ্টিয়ায় আমার ভাইয়েরা শহীদ হয়েছেন। কুষ্টিয়ার মাটি শহীদদের রক্তে রঞ্জিত। এই কুষ্টিয়ায় আবরার ফাহাদ শায়িত রয়েছেন। আমরা শহীদ আবরার ফাহাদের কথা বলছি। দেশের পক্ষে কথা বলার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যাকে নির্যাতন নিপীড়ন করে হত্যা করেছিল। আমরা সেই আবরার ফাহাদের উত্তরসূরি। সেই শহীদ আপনার ফাহাদের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। শহীদ ইয়ামিনের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি।’

এ সময় এনসিপির আহ্বায়ক আধিপত্যবাদবিরোধী জন-আকাঙ্ক্ষার রাজনীতির মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলেছি, শহীদ আবরার থেকে শহীদ আবু সাঈদ, শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশ মৈত্রী রাজনীতির যে আশা-আকাঙ্ক্ষা, আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী রাজনীতির যে আশা-আকাঙ্ক্ষা– সেই আশা-আকাঙ্ক্ষা ধারণ করে আমরা এগিয়ে যাবো।

‘আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি। কোনও রাজনৈতিক দল, কোনও রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চাইলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে।’

এ সময় এনসিপির কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জুলাই পদযাত্রাটি মেহেরপুরের উদ্দেশে রওনা হয়।

এর আগে মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপি নেতৃবৃন্দ। এ সময় মা-বাবাসহ উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
বাংলামোটরে ককটেল বিস্ফোরণ
বিএসএফ মানবতাবিরোধী বাহিনী: ঝিনাইদহে নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো