ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ৫৮ দশমিক ২২ শতাংশ। পরীক্ষায় এক লাখ ৫ হাজার ৫৫৮ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৬১ হাজার ৪৫৬ জন।
বৃহস্পতিবার ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ ফল ঘোষণা করে।
ফলাফলে মেয়ে শিক্ষার্থীরা পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে। পাস করা শিক্ষার্থীদের মধ্যে মেয়ে ৬১.৪৯ শতাংশ এবং ছেলে ৫৫.০৭ শতাংশ। মোট জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৬৭৮ জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৩ হাজার ১২৬ জন এবং মেয়ে শিক্ষার্থী ৩ হাজার ৫৫২ জন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ১৫৬টি কেন্দ্রে ১ হাজার ৩২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ১১টি।