X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বরিশালে অপহৃত ছাত্র উদ্ধার, আটক ১৫

বরিশাল প্রতিনিধি
২৫ মে ২০১৭, ০১:২৮আপডেট : ২৫ মে ২০১৭, ০১:৩১

 

বরিশালে অপহৃত ছাত্র উদ্ধার, আটক ১৫ বরিশাল পলিটেকনিক ইস্টিটিউটের ছাত্র দ্বীপ কুমার পালকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ১৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় অপহৃত ছাত্র দ্বীপ কুমার পালকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারীরা পুলিশের ওপর হামলা চালালে এক কনস্টবল আহত হন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। বরিশাল মেট্রপলিটান পুলিশের সহকারী কমিশনার আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

দ্বীপ কুমার পাল জানান বুধবার ভোর ৫টায় তিনি রাজধানী থেকে বাসযোগে বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে নামেন। এরপরই ফাহিমের সঙ্গে দেখা হয়। এ সময় পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র রেজা হত্যায় তিনি জড়িত বলে অভিযোগ করে ৫০ হাজার টাকা দাবি করে ফাহিম। দিতে অস্বীকার করলে ফাহিম তার সহযোগীদের নিয়ে দ্বীপকে ধরে পলিটেকনিক ইস্টটিউটের ছাত্রাবাসের ৫০১ নম্বর রুমে আটকে রেখে নির্যাতন করে। এ সময় তারা দ্বীপকে বৈদ্যুতিক শক দেয়। হত্যার উদ্দেশ্যে দুই বার গলায় ছুরি ধরে।’

দ্বীপ কুমার পাল আরও জানান, বুধবার সকালে ২জনকে পাহারায় রেখে ফাহিম ও তার সহযোগীরা কলেজের সেমিনারে যোগ দিতে চলে যায়। এই সুযোগে রাজধানীতে ব্যবসা করা এক ভাইকে আটক অবস্থার কথা জানিয়ে এসএমএস করি। তিনি পুলিশকে জানালে পুলিশ বেলা ২টার দিকে আমাকে উদ্ধার করে। এ সময় ফাহিম ও তার আরও ১৪ সহযোগীকে আটক করে পুলিশ।  

বরিশাল মেট্রপলিটান পুলিশের সহকারী কমিশনার আসাদুজ্জামান বলেন, ‘পুলিশ খবর পেয়ে দ্বীপ কুমার পালকে উদ্ধারসহ ফাহিমকে আটক করেছে। এ সময় ফাহিমের সহযোগীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে  একজন কনস্টেবল আহত হন। পুলিশ ১৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে। দ্বীপকে উদ্ধারের সময় ছাত্রাবাসের রুম থেকে হত্যার উদ্দেশ্যে আনা ছোরা, চাকু, প্লাস, স্কচটেপ উদ্ধার করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই ঘটনায় অপহরণ, চাঁদাদাবি, অস্ত্র উদ্ধার ও পুলিশকে  করার অভিযোগে ৩টি মামলা দায়ের করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে