X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা পোস্ট শেয়ার, বিসিসি'র কর্মী বরখাস্ত

বরিশাল প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২০

বরিশাল সিটি করপোরেশন ভবন, ছবি সংগৃহীত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করা একটি পোস্ট ফেসবুকে শেয়ার করায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রকৌশল শাখার কম্পিউটার অপারেটর রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

এ বিষয়ে বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তা আসমা বেগম রুমী জানান, মেয়র আহসান হাবিব কামালের মৌখিক নির্দেশে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন রবিবরা (১৮ ফেব্রুয়ারি) প্রকৌশল শাখার কম্পিউটার অপারেটর রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করেন। 

এছাড়া তাকে ৭ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

বিসিসি সূত্রে জানা গেছে, রেজাউল তার ফেসবুক টাইমলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করা একটি পোস্ট শেয়ার করেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিবিসি’র কর্মচারী মিন্টু রায়ের নেতৃত্বে ৮/১০ জন তাকে মারধর করে। পরে কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

রেজাউল করিম বলেন, ‘কয়েকদিন আগে মিন্টু রায় পিকনিকে যাওয়ার কথা বলে চাঁদা চায়। কিন্তু দিতে অপারগতা জানালে সে ক্ষিপ্ত হয়।  এরপর  ১৫ ফেব্রুয়ারি দুপুরে হঠাৎ করেই মিন্টুর নেতৃত্বে কয়েকজন এসে আমাকে মারধর করে এবং জানায় আমার ফেসবুকে নাকি প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট শেয়ার করা হয়েছে।’

তিনি  বলেন, ‘কীভাবে টাইমলাইনে এই পোস্টটি শেয়ার হয়েছে তা আমার জানা নেই। আমার মোবাইল নষ্ট হওয়ায় ফেসবুক হ্যাক হয়েছে নাকি অন্যকিছু তাও বলতে পারছি না। তবে ওরা বলার সঙ্গে সঙ্গে আমি ফেসবুক থেকে পোস্টটি সরিয়ে দেই এবং ক্ষমাও চাই।’

রেজাউল আরও বলেন, ‘শুধু এবার নয়, এর আগের বারেও আমি পিকনিকে যাইনি বলে চাঁদা দেইনি। তাই ওরা আমার ওপর ক্ষিপ্ত থাকতে পারে।’

এ বিষয়ে মিন্টু বলেন, ‘তার সঙ্গে আমার কোনও বিরোধ নেই। তার ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিয়েছে তার বিরুদ্ধে।’

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার