X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগে এএসআই ক্লোজড

বরিশাল প্রতিনিধি
১৮ মার্চ ২০১৮, ১৮:১৪আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৮:১৪

বরিশাল

মাদক মামলার আসামির পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই ) ক্লোজ করা হয়েছে। ক্লোজড এএসআই আমিনুল ইসলাম বরিশালের উজিরপুর থানায় কর্মরত ছিলেন।

বরিশাল জেলা পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে টাকা (ঘুষ) নেওয়ার অভিযোগে রবিবার (১৮ মার্চ) দুপুরে তাকে থানা থেকে সরিয়ে বরিশাল পুলিশ লাইনসে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত করা হচ্ছে। তবে বিকাশের মাধ্যমে অর্থ লেনদেনের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ অভিযোগের তদন্ত কর্মকর্তা বরিশাল জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আকরামুল হাসান জানিয়েছেন, তদন্ত করে পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় শান্তির ব্যবস্থা নেওয়া হবে।

প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার (১৫ মার্চ) শামিম খান নামে একজনকে বেশকিছু ইয়াবাসহ গ্রেফতার করেন এএসআই  আমিনুল ইসলাম। বিষয়টি জানার পর শামীমের মা রেবা বেগম থানায় গেলে তার ছেলেকে মারধর না করা এবং ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে এএসআই  আমিনুল ইসলাম ঘুষ দাবি করে। 

এএসআই আমিনুল ইসলাম রেবা বেগমকে একটি ভিজিটিং কার্ড দিয়ে তার বিকাশ নাম্বারে ৫০ হাজার টাকা ঘুষ পাঠাতে বলেন।

কিন্তু রেবা বেগম ওই পরিমাণ টাকা দেওয়া সম্ভব নয় বলে জানালে সে দর কষাকষির শুরু করে।  সর্বশেষ এএসআই আমিনুল তার বিকাশ অ্যাকাউন্টে রেবা বেগমকে পাঁচ হাজার টাকা পাঠাতে বলে।পরের দিন শুক্রবারে উজিরপুরের শিকারপুর বন্দরের একটি দোকান থেকে বিকাশের মাধমে রেবা বেগম ওই নাম্বারে পাঁচ হাজার টাকা পাঠান।

এরপর মামলাটি একটু হালকা করে আসামি শামিমকে আদালতে চালান দেয়। পরে তাকে জেলে পাঠানো হয় বলে তার পারিবারিক সূত্রে জানা যায়।

আরও পড়ুন: খুলনায় তিনটি বোমাসহ গ্রেফতার ৩ 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শ্রমজীবী মানুষের মাঝে স্যালাইন ও পানি বিতরণ মহানগর আ. লীগ নেতার
শ্রমজীবী মানুষের মাঝে স্যালাইন ও পানি বিতরণ মহানগর আ. লীগ নেতার
প্রাথমিক ও গণশিক্ষা উন্নয়ন কর্মসূচির অর্থ ব্যয় নিয়ে সংশয়
প্রাথমিক ও গণশিক্ষা উন্নয়ন কর্মসূচির অর্থ ব্যয় নিয়ে সংশয়
কোরবানির পশু আমদানির পরিকল্পনা নেই: প্রাণিসম্পদমন্ত্রী
কোরবানির পশু আমদানির পরিকল্পনা নেই: প্রাণিসম্পদমন্ত্রী
এসি বিক্রি বেড়েছে তিনগুণ, অনেক ব্রাঞ্চে ‘স্টক আউট’
এসি বিক্রি বেড়েছে তিনগুণ, অনেক ব্রাঞ্চে ‘স্টক আউট’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে